এক্সপ্লোর
২০১৫-র আইএএস টপার টিনা ডাবির কথা মনে পড়ে? আইএএস দ্বিতীয় স্থানাধিকারী আতাহার আমির খানকে বিয়ে করলেন

1/10

2/10

3/10

পরে ২০১৫ সালে তিনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পাস করে যান।
4/10

আমির ২০১৪ সালে প্রথমবার ইন্ডিয়ান সিভিল সার্ভিস দিয়ে রেলে চাকরি পান।
5/10

তিনি ৫২ শতাংশ নম্বর পেয়েছিলেন।
6/10

দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পর দলিত পরিবারের সন্তান হিসেবে প্রথমবার দিয়েই আইএএস পরীক্ষায় উর্ত্তীণ হন টিনা।
7/10

রবিবার অনন্তনাগের মাট্টানে পাত্রপক্ষের পরিবারের তরফে একটি রিসেপশন পার্টির আয়োজন করা হয়।
8/10

দিল্লিতে প্রশিক্ষণ-পর্ব চলাকালেই টিনা-আমির প্রেম জমে ওঠে।
9/10

টিনা ছিলেন রাজস্থান ক্যাডারের অফিসার, আমির ছিলেন কাশ্মীরের ছেলে। বর্তমানে টিনা আজমেঢ়ে রয়েছেন। শনিবার পহেলগামে চার হাত এক হল। পহেলগাম ক্লাবে সেই বিবাহবাসরে হাজির ছিলেন পাত্র ও পাত্রিপক্ষের বাড়ির আত্মীয়স্বজনরা।
10/10

২০১৫ সালে আইএএস টপার হয়েছিলেন দলিত-কন্যা টিনা ডাবি। সেই বছরই ওই পরীক্ষাতে দ্বিতীয় স্থান পান আথার আমির খান।
Published at : 09 Apr 2018 03:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
