LIVE: যাদবপুর নিয়ে ক্যাম্পাস থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল পড়ুয়াদের, ঢাকুরিয়া থেকে মিছিল এসএফআইয়ের, অবস্থান বিক্ষোভে এবিভিপি

Background
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে মারধরের ঘটনায় আজ আরও চরমে উঠতে পারে নবান্ন-রাজভবন সংঘাত। সূত্রের খবর, গতকালের ঘটনা নিয়ে আজ ফের মুখ খুলতে পারেন রাজ্যপাল জগদীপ ধনকর। ফলে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল ও রাজ্যপাল-উপাচার্যের মধ্যে সংঘাত আরও চরম হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল এবিভিপির তাণ্ডবের প্রতিবাদে বিকেলে ক্যাম্পাসে মিছিল করবেন ৩ শাখার পড়ুয়ারা। পাল্টা গাঁধী মূর্তি থেকে মিছিল করবে এবিভিপি। পাশাপাশি মিছিল করে থানায় যাবে বিজেপিও।
'বাবুল সুপ্রিয় মাওবাদীদের হাতে হেনস্থার শিকার হন', যাদবপুরকাণ্ডে ট্যুইট তথাগত রায়ের

যাদবপুরকাণ্ডে এবার মাওবাদী তত্ত্ব তথাগত রায়ের। ট্যুইটারে মেঘালয়ের






















