এক্সপ্লোর
সামির 'আলিশবা যোগ' নিয়ে মুখ খুলল হাসিনের প্রথম পক্ষের বড় মেয়ে
1/12

সামি ও তার মায়ের মধ্যে বিবাদ একেবারেই ভালো লাগছে না হাসিনের মেয়ের। সে বলেছে, পাপা এমন করবে, 'আমি কোনওদিন আশা করিনি। সবাই বলছে, পাপা এমন করতে পারে না। কিন্তু যে আলিশবা রয়েছে, তা নাম অনেক দিন ধরেই আমি মায়ের মুখে শুনছি। গত কয়েক বছর ধরেই শুনছি'। হাসিনের মেয়ে আরও বলেছে, 'আমি চাই না যে পাপার কেরিয়ার নষ্ট হয়ে যায়। কেননা, প্রচুর পরিশ্রম করে ওই জায়গায় পৌঁছেছে পাপা। মাম্মাও চেষ্টা করথে পাপার সঙ্গে দেখা করে সব মিটিয়ে নিতে। জানি না, এরপর কী হবে'।
2/12

হাসিনের মেয়ে অবশ্য আশা প্রকাশ করে বলেছে যে, শেষপর্যন্ত সব ঠিক হয়ে যাবে। গত হোলির সময় যে খুশি ছিল, তা আবার ফিরে আসবে।
Published at : 12 Mar 2018 09:53 PM (IST)
View More
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স


















