LIVE UPDATES: এনআরএস কাণ্ডের জের, রাজ্য জুড়ে সব মেডিক্যাল কলেজে কর্মবিরতি
LIVE
Background
কলকাতা: গতকাল এক রোগী মৃত্যুর জেরে রণক্ষেত্র হয়ে উঠেছে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল। রোগীর পরিজন ও জুনিয়র ডাক্তারদের মধ্যে মারামারি হয়েছে। রোগীর আত্মীয়দের মাটিতে ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাল্টা ইটের ঘায়ে মাথা ফেটেছে এক জুনিয়র ডাক্তারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ।
হাসপাতালের দুটি গেটে তালা দিয়ে রাতভর বিক্ষোভ দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জরুরি বিভাগ সহ বন্ধ রয়েছে চিকিৎসা পরিষেবা। শুধু হাসপাতালে ভর্তি অসুস্থদের চিকিৎসা চলছে, ফলে চূড়ান্ত হয়রানির শিকার রোগী ও তাঁদের পরিবার।
জানা গিয়েছে, অসুস্থ হয়ে পড়ায় রবিবার ট্যাংরার বাসিন্দা ৭৫ বছর বয়সী মহম্মদ শাহিদকে এনআরএসে ভর্তি করা হয়। পরিবারের দাবি, গতকাল বিকেলে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। অভিযোগ, বহুবার ডাকা সত্ত্বেও কোনও চিকিৎসক তাঁকে দেখতে আসেননি। এরপর একটি ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। রোগীর পরিবারের দাবি, রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করেও মৃতদেহ না পাওয়ায় হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর পরিজনদের বচসা গড়ায় হাতাহাতিতে। মৃতের পরিজনদের ছোঁড়া ইটের ঘায়ে আহত হন এক জুনিয়র ডাক্তার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এন্টালি থানার পুলিশ। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে তারা।
এনআরএস কাণ্ড: গুরুতর আহত জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, আজই অস্ত্রোপচার, খবর হাসপাতাল সূত্রে
'পুলিশের গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে', জানালেন প্রদীপ মিত্র, 'ইমার্জেন্সি চালু আছে' জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য্য