Students Fainted For Heatwave: তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই। এর উপর আবার হিটওয়েভ। সম্প্রতি এই জোড়া পরিস্থিতির শিকার হল স্কুল পড়ুয়ারা। বুধবার বিহারের শেখপুরা জেলার আরিয়ারি ব্লকের মানকোল মিডল স্কুলে বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। সংবাদমাধ্যম সূত্রের খবর, সংখ্যাটা অন্তত ৫০ তো হবেই। প্রাথমিকভাবে ছয়জন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। হিটওয়েভের জেরে তাঁদের জ্ঞান হারিয়ে যায়। এর পর ধীরে ধীরে আরও পড়ুয়া অসুস্থ হতে থাকে। পরে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৫০-এর কাছাকাছি। সকালে সমবেত প্রার্থনার জন্য লাইনে দাঁড়িয়েছিল ওই পড়ুয়ারা। এর পর প্রার্থনা শেষে ক্লাসে যাচ্ছিল পড়ুয়ার দল। তখনই ছয় জনের শরীর গুরুতর অসুস্থ হয়ে যায়। তারা অজ্ঞান হয়ে পড়ে।


বেহাল অ্যাম্বুলেন্স পরিষেবা


প্রাথমিকভাবে অজ্ঞান হয়ে যাওয়া পড়ুয়াদের চোখেমুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হয়। এর পর তাদের ইলেক্ট্রোলাইট দেওয়া হয়। পরে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালেও ভর্তি করা হয় কয়েকজনকে। স্কুলের প্রধান শিক্ষক সুরেশ প্রসাদ এই ঘটনা তক্ষুণি জনস্বাস্থ্য বিভাগকে ফোন করে জানান। সেখান থেকে অ্যাম্বুলেন্স চাওয়া হয়। কিন্তু সেই অ্যাম্বুলেন্স পৌঁছাতে যথেষ্ট দেরি হয়। যার জেরে স্থানীয় গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। 


বাইক, টেম্পো, টোটোয় করে হাসপাতাল


অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় শেষ পর্যন্ত বাইক, টেম্পো, টোটো করে অসুস্থ ছাত্রছাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর সেখানে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাও করা হয়।


হিটওয়েভে ছোটদের কী কী করণীয় ? (Heatwave Tips For Children)


স্কুলে থাকাকালীন ছোটদের নিজেদেরই নিজের দেখভাল করতে হয়। তাই এই বিষয়গুলি মাথায় রাখা দরকার।



  • বারবার জল খেতে হবে। যাতে শরীর ঠাণ্ডা থাকে।

  • গরমের পরিবেশ এড়িয়ে চলতে হবে। 

  • সঙ্গে ইলেক্ট্রোলাইটের প্যাকেট রাখা জরুরি। প্রয়োজনমতো এটি জলে গুলে খেতে হবে।

  • ভেজা রুমাল দিয়ে ঘাম মুছতে পারলে কিছুটা স্বস্তি মেলে।

  • মুখে চোখে ঘাড়ে জল দিতে হবে।

  • শরীর খারাপ লাগলে দ্রুত ক্লাস টিচার বা প্রধান শিক্ষককে জানাতে হবে।


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Health Tips: কোলেস্টেরল না ট্রাইগ্লিসারাইড কোনটি বেশি খারাপ ? কমানোর উপায় ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।