কলকাতা: ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে। আর এটাই মোক্ষম সময় এসি কেনার। কারণ এর পর শুরু হতে চলেছে গরমে নাভিশ্বাস ওঠার মতো দশা। তবে এসি কেনার আগে খেয়াল রাখুন কিছু টিপস। এতে এসি কেনা আরও সহজ হবে (AC Buying Tips)। এমনকি গাঁটের অনেকগুলি কড়ি বেচে যাবে।


কীরকম এসি কিনবেন ? - প্রথমে দেখে নিন কীরকম এসি কিনবেন। উইন্ডো এসি ও স্প্লিট এসিই মূলত বাজারে জনপ্রিয়। এর মধ্যে স্প্লিট এসির খরচ কিছুটা বেশি। সার্ভিসিং করাতেও কিছু বেশি খরচ পড়ে। উইন্ডো এসিতে তত খরচ নেই। সার্ভিসিং চার্জ কম। তবে হ্যাঁ, স্প্লিট এসির মতো সব ফিচার এতে নেই। তবে সিঙ্গল রুম হলে এটি বেশি ভাল।


কত টনের এসি কিনবেন - ঘরের আকার দেখে এসির টন বেছে নিতে হবে। ছোট ঘরের আকার জন্য কম টন। বড় ঘরের জন্য বেশি টনের এসি বাছতে হবে (AC Buying Guide)। বেশি টন হলে দাম বেশি পড়বে।



  • ১০০-১৫০ স্কোয়ার ফিট ঘরের জন্য ১ টনের এসি ভাল। এর মধ্যে স্প্লিট এসির দাম আনুমানিক ২৫০০০-৪০০০০ টাকার মধ্যে। উইন্ডো এসির দাম ২০০০০-২৫০০০ টাকার মধ্যে।

  • ১৫০-২০০ স্কোয়ার ফিট ঘরের জন্য ১.৫ টনের এসি ভাল। এর মধ্যে স্প্লিট এসির দাম আনুমানিক ৪০০০০-৬০০০০ টাকার মধ্যে। উইন্ডো এসির দাম ২৫০০০-৩৫০০০ টাকার মধ্যে।

  • ২০০ স্কোয়ার ফিটের বেশি বড় ঘরের জন্য ২ টনের এসি ভাল। এর মধ্যে স্প্লিট এসির দাম আনুমানিক ৪৫০০০-৬৫০০০ টাকার মধ্যে। ২০০ স্কোয়ার ফিটের বেশি বড় ঘরের জন্য় উইন্ডো এসি না কেনাই ভাল।


কতটা বিদ্যুৎ সাশ্রয়ী - এর পর দেখে নিতে হবে এসি কতটা কম বিদ্যুতে বেশিক্ষণ চলতে পারছে। এসির স্টার রেটিং যত বেশি হবে, তত এটি এনার্জি এফিসিয়েন্ট অর্থাৎ বিদ্যুৎ বাঁচায়। 


ফিল্টার - এসির মধ্যে ফিল্টার থাকলে আরও ভাল(How To Choose an AC)। ফিল্টার বাতাসের ব্য়াকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এর ফলে ঘরের বাতাস পরিষ্কার থাকে।


এয়ারফ্লো - এয়ারফ্লো কত ও ফ্ল্যাপস রয়েছে কি না সেটা দেখে নিন। আজকাল প্রায় সব এসিতেই এগুলি থাকে। ফ্ল্যাপ ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায়। আবার রিমোট কন্ট্রোল সিস্টেমও রয়েছে। সুবিধেমতো বেছে নিতে পারেন যেকোনও একটি।


আরও পড়ুন - Essential Vitamins: রোজ শরীরে দরকার এই ৫ ভিটামিন, কোন কোন খাবারে পাবেন ?