কলকাতা: ভ্যালেনটাইনস উইক গেল, ভ্যালেনটাইনস ডে-ও গেল। কিন্তু এবার শুরু হল অ্যান্টি ভ্যালেনটাইনস উইক। অর্থাৎ প্রেমের সম্পর্কে যা যা হয়, এই সপ্তাহে ঠিক তার উল্টো উল্টো ঘটনাগুলি ঘটবে। তবে তার পিছনে কারণও রয়েছে। অ্যান্টি ভ্যালেনটাইনস উইক (Anti Valentines Week) পালন করার কারণ জেনে নেওয়া যাক প্রথমেই। 


অ্যান্টি ভ্যালেনটাইনস উইক কেন পালন (Anti Valentines Week Celebration) ?


প্রেমের সম্পর্ক নিয়ে কারও অভিজ্ঞতা যেমন মধুর, তেমনই কারও অভিজ্ঞতা তিক্ত। তিক্ত অভিজ্ঞতার মানুষদের কাছে ভ্যালেনটাইনস উইক মোটেই সুখের নয়। বরং তার সঙ্গে জড়িয়ে থাকে বেশ কিছু খারাপ স্মৃতি। ৭ ফেব্রুয়ারি এলে সেই স্মৃতিগুলি উস্কে ওঠে। অন্যদিকে ১৪ ফেব্রুয়ারি দিনটাও একই ভাবে নানা দুঃখের স্মৃতি হয়ে আসে কারও কারও কাছে। তাই সেই দুঃখ কাটাতেই পালন করা হয়, অ্যান্টি ভ্যালেনটাইনস উইক। এই দিনগুলিতে ভালবাসা জানানো হয় না। বরং নানাভাবে ঘৃণা প্রদর্শন করা হয়, সেই স্মৃতির চরিত্রটিকে। তবে এর পাশাপাশি ‘টক্সিক’ সম্পর্ক থেকে বেরিয়ে এসে একটু অন্যভাবে উদযাপন করা হয় দিনগুলি।


অ্যান্টি ভ্যালেনটাইনস উইকে কী কী দিন (Anti Valentines Week Days) ?


অ্যান্টি ভ্যালেনটাইনস উইকেও ভ্যালেনটাইনস উইকের মতো সাতটি দিন পালন করা হয়। এই সপ্তাহ শুরু হয় স্ল্যাপ ডে দিয়ে। শেষ হয় ব্রেক আপ ডে দিয়ে।


স্ল্যাপ ডে - ১৫ ফেব্রুয়ারি এই দিন। সত্যিকারের চড় মারার কথা বলে না স্ল্যাপ ডে। তবে যেসব অতীত কষ্ট দিচ্ছে, তাকে মেরে দূর করার বার্তাই রয়েছে দিনটির নামে।


কিক ডে - স্ল্যাপ ডে-এর পরের দিনটি হল কিক ডে। এই দিনেও একই ভাবে পুরনো দুঃখের স্মৃতিকে বিদায় জানাতে বলা হয়। ১৬ ফেব্রুয়ারি এই দিন। 


পারফিউম ডে - ১৭ ফেব্রুয়ারি এই দিন। পারফিউম আসলে নিজেদের জন্য। খারাপ স্মৃতির বাইরে বেরিয়ে নিজেকে ভাল রাখার একটি প্রতীক পারফিউম। তার কথাই বোঝানো হয় দিনটির নামে।


ফ্লার্ট ডে - ফ্লার্ট ডে আসলে একটি নতুন সম্ভাবনা তৈরির কথা বলে। তাই ফ্লার্টিংকে এই দিন বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ১৮ ফেব্রুয়ারি এই দিন। 


মিসিং ডে - ১৯ ফেব্রুয়ারি এই দিন। কাছের মানুষের বিরহে দিন কাটছে না। তাই প্রিয়জনকে মিস করা। এই দিনটি সেই অর্থেই পালন করা হয়। 


ব্রেক আপ ডে - সপ্তাহের শেষ দিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারি হল এই দিন। যারা অস্বাস্থ্যকর সম্পর্কে দিনের পর দিন কাটাচ্ছেন, তাদের জন্য এই দিনটি পালন করা হয়। এই দিন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার দিন।


আরও পড়ুন - Real Or Fake Coconut Oil: নারকেল তেল নারকেলরই তো ? ভেজাল চিনুন ৫ উপায়ে