Artificial Intelligence In Pharmaceuticals: এবার ওষুধ বানানোর কাজেও হাত লাগাবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি ওষুধ প্রস্তুতকারক সংস্থা সানোফি হাত মিলিয়েছে ওপেনএআইয়ের সঙ্গে। এই দুজনের সঙ্গে আবার ওষুধ তৈরির কাজে যোগ দিচ্ছে প্রযুক্তিচালিত ওষুধের ফার্ম ফর্মেশন বায়ো। এআই পাওয়ার্ড সফটওয়্যার বানানোর জন্যই এই তিন সংস্থা এবার হাত মেলাল। বাজারে ওই সফটওয়্যার দিয়ে তৈরি নতুন নতুন ওষুধ আনা হবে বলে জানিয়েছে সানোফি। পাশাপাশি থাকবে কাস্টমাইজেশনের সুবিধাও।
কীভাবে কাজ করবে এআই
তথ্য, সফটওয়্যার ও মডেল। এই তিনটিকে এক করে ওষুধ তৈরির কাজে নামবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর পাশাপাশি কাস্টম অর্থাৎ প্রয়োজনমাফিক বিভিন্ন ধরনের ওষুধ তৈরির কাজেও পারদর্শী হবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। যে রোগের জন্য যে ওষুধ দরকার, সেটিই সরবরাহ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।এমনটাই জানিয়েছে, ওষুধ প্রস্তুতকারক সানোফি।
আর কী বলছেন সানোফির সিইও ?
সানোফির সিইও পল হাডসন সংবাদমাধ্যমকে বলেন, পরের প্রজন্মের জন্য কাস্টমাইজেশনের এই বিশেষ বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিতে উপকার হবে বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির। পাশাপাশি সুবিধা পাবেন অসংখ্য রোগীর। যাদের নতুন চিকিৎসার সুবিধা পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়।
কী বলছেন ওপেনএআই-এর সিইও ?
ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি জানায়, পুরো ব্যবস্থাটি গড়ে তুলতেই তারা প্রযুক্তির এই আবিষ্কারে অংশ নেন। সংস্থার অফিসিয়াল তথ্য এই কাজে প্রয়োজন। ফলে সেই দিক থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাহায্য পৌঁছে দিচ্ছে সানোফি। ওপেনএআই-এর সিইও ব্র্যাড লাইটক্যাপ সংবাদমাধ্যমকে বলেন, ওপেনএআই উন্নতমানের প্রযুক্তি তৈরির কাজে সাহায্য করবে। ওষুধের জগতে যেমন বিপ্লব হবে, তেমনই বিপ্লব হবে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতেও।
নতুন নতুন ওষুধ পাল্টে দেবে চিকিৎসার ধরন
চিকিৎসার ধরনও কিছুটা পাল্টে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ ওষুধের পরিচিত ফর্মুলাগুলি বদলে যাবে। নতুন নতুন ওষুধ আসবে বাজারে। দুরারোগ্য ব্যাধির উপরেই প্রথম লক্ষ্য হিসেবে থাকবে বলে মনে করা হচ্ছে। কারণ এই ধরনের ব্যাধি সারিয়ে তোলা রোগীদের প্রাণ বাঁচানোর জন্য প্রাথমিক জরুরি।
প্রযুক্তি সংস্থা ফর্মেশন বায়োর মতামত
ফর্মেশন বায়ো সংস্থাটি এই কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি, ও ইঞ্জিনিয়ারিং পরিষেবা নিয়ে এগিয়ে আসছে। মানুষের উপকারের জন্য তারা এই প্রকল্পটিতে হাত দিয়েছেন বলে জানান সংবাদমাধ্যমকে।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Coffee Risks: আপনি কি জেগে থাকার জন্য কফি খান ?