কলকাতা: কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির ঠিকমতো ভাত খাওয়া হয় না। অথচ এই মাছ রান্না মোটেই সহজ কাজ না। কারণ মাছ কাটতে গেলেই হাজার একটা সমস্যায় পড়তে হয়। মাছ কাটার পর হাতে আঁশটে গন্ধ (Fish Smell in Hand) হয়ে যায়। এই গন্ধ তুলতে অনেকেই সাবান দিয়ে হাত ঘষেন। তাতে সবসময় হাতের গন্ধ যায় না। কিন্তু ক্ষারের জন্য হাতের ক্ষতি হয়। এখন অনেকেই বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসেন। কিন্তু তাতে কী হবে। হাত দিয়ে তো মাছ ধরতেই হয়। তাই মাছের আঁশটে গন্ধ হবেই। এই সমস্যা থেকে রেহাই পেতে ঘরোয়া কিছু উপকরণ কাজে লাগাতে পারেন।
হাত থেকে মাছের আঁশটে গন্ধ দূর করার উপায় (Best Remedies To Remove Fish Smell From Hand)
টুথপেস্ট - দাঁত মাজার টুথপেস্ট দিয়েই মাছের আঁশটে গন্ধ দূর করা যায়। এর জন্য অল্প একটু টুথপেস্ট নিয়ে হাতে ভাল করে লাগিয়ে নিন (Best Home Remedies)। কিছুক্ষণ রেখে হাত ধুয়ে ফেলুন। দেখবেন আর গন্ধ নেই।
বেকিং সোডা ও ভিনিগার - এই দুটো উপাদান রান্নার কাজে প্রায়ই লাগে। প্রথমে দুটো উপাদান মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। পাঁচ মিনিট পর সেটি হাতের মধ্যে লাগিয়ে নিন। এই অবস্থায় পাঁচ মিনিট রেখে হাত ধুয়ে ফেলুন।
তেল হলুদ - হলুদের কড়া গন্ধ হাত থেকে মাছের গন্ধ (Fish Smell) দূর করবেই। প্রথমে হাতে অল্প সাদা তেল মেখে নিন। এর পর সামান্য হলুদ গুঁড়ো নিয়ে হাতে ভাল করে মাখুন। কিছুক্ষণ রেখে সাধারণ সাবান দিয়ে ধুয়ে ফেলুন। হাতে আর গন্ধ থাকবে না।
কফি পাউডারের স্ক্রাবিং - কফি পাউডারের কড়া উপাদান হাতের গন্ধ দূথ করবেই। অল্প কফি পাউডার হাতে নিয়ে ভাল করে পুরো হাত ঘষে নিন। দু মিনিট পর হাত ধুয়ে ফেলুন। আর গন্ধ থাকবে না।
পাতিলেবুর রস - পাতিলেবুর রস বেশ কড়া ধরনের। পাতিলেবুর রস হাতে ভাল করে মেখে নিন। দুএকমিনিট পর হাত ধুয়ে ফেলুন। উধাও হবে মাছের গন্ধ (Fish Smell Removal Tips)।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Ultherapy: ত্বকের বাঁধুনি ফেরায় আলথেরাপি, এক লহমায় কমবে বয়স