কলকাতা: কবিসাহিত্যিকদের লেখায় মাঝে মাঝেই চরিত্র বর্ণনা থাকে। আর তার মাঝে থাকে ‘চামড়ার বাঁধুনি’র কথা। নেহাতই এ সাহিত্যের কথা। তবে পুরোপুরি নয়, এর সঙ্গে মিল রয়েছে বিজ্ঞানেরও। কারণ সত্যিই ত্বকের নিচে একটি বিশেষ উপাদান থাকে যা চামড়াকে বেঁধে আঁটো করে রাখে। ফলে ত্বক থাকে টান টান। আর সেই উপাদানটির নাম কোলাজেন। এটি খুব গুরুত্বপূর্ণ প্রোটিন। বয়স বাড়লে ত্বকের নিচে কোলাজেন উৎপাদন কমে যায়। যার ফলে ত্বকের বাঁধুনি আলগা হয়ে যায়। ত্বক ঝুলে পড়তে থাকে। আর এই কোলাজেন ফিরিয়ে আনতেই বেশ কিছু থেরাপির দ্বারস্থ হন অনেকে। তেমনই এক থেরাপির নাম আলথেরাপি। 


আলথেরাপি আদতে কী (Ultherapy) ?


আলট্রাসাউন্ড থেকে এই বিশেষ থেরাপির নাম আলথেরাপি। আলট্রাসাউন্ড একটি বিশেষ ধরনের তরঙ্গ। এটি ত্বকের নিচে কোলাজেনকে সক্রিয় করে তোলে। কোলাজেন উত্তেজিত হয়ে উঠলে এর উৎপাদন বেড়ে যায়। আর সেটাই ত্বকের বাঁধুনি ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে‌। এই প্রক্রিয়াকে ফেসলিফ্টিংও বলা হয়।


ফেস লিফ্টিং কেমনভাবে হয় (Face lifting By Ultherapy) ?


বয়স হলে ত্বক ঝুলে পড়ে। আর তাকেই টেনে তোলে বা লিফ্ট করে এই প্রক্রিয়া। তাই একে ফেসলিফ্টিং বলা হয়। মূলত বার্ধক্যের ছাপ কমাতেই এই থেরাপির সাহায্য নেন অনেকে। আলথেরাপি ত্বকের নিচে পালসিং হিট এনার্জি ছড়িয়ে দেয়। সেই হিটটিই কোলাজেনের উপর কাজ করে। তবে মুখের পাশাপাশি গলা,  বুক, ঘাড়ের ত্বকও টান টান করতে কাজে লাগে আলথেরাপি।


আলথেরাপি কোথায় কোথায় কাজ করে (How Ultherapy Works) ?



  • ত্বকের গভীরে গিয়ে কাজ করে এই বিশেষ থেরাপি। এছাড়াও, এটি ত্বকের পেশির উপর কাজ করে।

  • বার্ধক্যের বলিরেখা একটি ব্যাপক সমস্যা। অনেকেই এই বলিরেখা ঢাকতে মেকআপের সাহায্য নেন। ফেসলিফ্টিং ত্বক থেকে বলিরেখা দূর করে। 


কতটা কার্যকরী এই থেরাপি ?


মার্কিন যুক্তরাষ্ট্রে ফেসলিফ্টিং থেরাপি হিসেবে আলথেরাপি বেশ জনপ্রিয়। এসথেটিক ফাউন্ডেশনের একটি গবেষণা অনুযায়ী ২০১৬ সালে প্রায় পাঁচ লাখ ব্যক্তি এই থেরাপি করান। তাদের মধ্যে বেশিরভাগই এই থেরাপিতে সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন।  কমবেশি ৬৫ শতাংশ ব্যক্তিই থেরাপির ফলাফলে সন্তুষ্ট। থেরাপি নেওয়ার ৬০ থেকে ১৮০ দিনের মধ্যে কাজ করেছে এই থেরাপি।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Cancer: ক্যানসারের ওষুধ মাত্র ১০০ টাকায় ! জুন-জুলাই মাসেই বাজারে ?