Best Summer Travel Destinations: তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। এই অবস্থায় শরীর ঠাণ্ডা কোথায় ঘুরতে যেতে সকলেরই ইচ্ছে করে। ঠাণ্ডা স্থান হিসেবে দার্জিলিং অনেকের প্রিয় জায়গা। তবে দার্জিলিং ছাড়াও সামার ডেস্টিনেশন হিসেবে বেছে নেওয়া যেতে পারে কিছু অন্য় স্থান। এই স্থানগুলিও ঠাণ্ডা। শীতের জন্য উপযোগী।
অসমের কাজিরাঙা জাতীয় উদ্য়ান - গরমের মাঝে বেছে নিতে পারেন প্রকৃতি ঘেরা নিরিবিলি পরিবেশ। অসমের কাজিরাঙা তেমনই একটি জাতীয় উদ্যান। দক্ষিণবঙ্গসহ রাজ্যের অন্যান্য স্থানে গরম বেশি হলেও এখানের আবহাওয়া বেশ মনোরম। তাই কয়েকদিনের জন্য ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়াই যায়। কাটিয়ে আসা যায় গাছপালার মাঝে।
হিমাচল প্রদেশের বীর বিলিং - হিমাচল প্রদেশের এই স্থানটি অবশ্যই ঘুরে আসুন। এখানে প্য়ারাগ্লাইডিংয়ের সুযোগ পাবেন। ছবির মতো সুন্দর এই গ্রাম আপনার মন মাতাবে।পাশাপাশি স্থানীয় সংস্কৃতি একটি সমৃদ্ধ অভিজ্ঞতার কাছে পৌঁছে দেবে।
মানালি - সিমলা মানালি কুলুর কথা গরমের সময় না বললেই নয়। তাই মানালির কথা উঠবেই। পার্বত্য এলাকার নিসর্গ উপভোগ করতে হলে বেছে নিন মানালি। গরমকালে আপনার সেরা গন্তব্য় হতে পারে এই স্থান। এখানের স্থানীয় পদও চেখে দেখতে পারেন স্বাদবদলের জন্য।
অরুণাচল প্রদেশের জিরো উপত্যকা - উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি থেকে আবহাওয়া সবটাই মন ভোলানো। তাই গরমের হাত থেকে রেহাই পেতে ঘুরে আসতে পারেন অরুণাচল প্রদেশের জিরো উপত্যকা। আপতানি আদিবাসী অধ্যুষিত এই এলাকায় ইটানগর থেকে গাড়িতে যাওয়া যায়। পার্বত্য এলাকায় ভিন্ন স্বাদের কুইজিন মন মাতাবে আপনার।
কর্ণাটকের কুর্গ - উত্তর ও উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে, তেমনই তালিকায় রাখতে পারেন দক্ষিণ ভারত। আর সেই তালিকায় থাকতেই হবে কর্ণাটকের কুর্গকে। এই অঞ্চল চা ও কফি চাষের জন্য বরাবর বিখ্যাত। সারা বছরই এখানকার আবহাওয়া বেশ মনোরম থাকে। যার ফলে গরমকালেও নিশ্চিন্তে ঘুরতে যেতে পারেন।
হিমাচল প্রদেশের কাসোল - অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য সেরা স্থান। এখানকার পার্বত্য় রূপের পাশাপাশি স্থানীয় সংস্কৃতির কথাও না বললেই নয়। তোশ, খীরগঙ্গা ও মালানায় ট্রেকিং করতে অনেকেই ছুটে যান হিমাচল প্রদেশের এই স্থানে।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Imposter Syndrome: সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতে ভয় হয় ? কীসের লক্ষণ এটি ?