Covid Vaccine Side Effects Row: অ্যাস্ট্রোজেনেকার স্বীকোরোক্তির পর থেকেই তোলপাড় গোটা বিশ্ব। কোভিড টিকার থেকে খুব বিরল কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, এমনটাই জানিয়েছে কোভিশিল্ডের প্রধান নির্মাতা সংস্থা অ্যাস্ট্রোজেনেকা। ভারতে ওই একই ফর্মুলার টিকা তৈরি করত সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এবার তাদের বিরুদ্ধেও দায়ের হল অভিযোগ। এক দম্পতি তাদের কন্যার মৃত্যুর জন্য দায়ী করলেন কোভিশিল্ড টিকাকে। অভিযোগ ওই টিকা নেওয়ার পরেই মৃত্যু হয় তাদের কন্যা কারুণ্যার। ২০২১ সালের ঘটনা ছিল সেটি। তখন থেকেই সন্দেহ মনে দানা বাঁধে। অ্যাস্ট্রোজেনেকার স্বীকারোক্তির পর সেই সন্দেহ থেকেই অভিযোগ করেছেন তাঁরা। কাঠগড়ায় তোলা হয়েছে সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়াকে।


কী অভিযোগ সিরামের বিরুদ্ধে


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার যৌথ ভাবে তৈরি কোভিশিল্ডে বিরল হলেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। সেই পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে একটি হল রক্ত জমাট বাঁধা। অন্যটি হল প্লেটলেটের সংখ্যা কমে যাওয়া। ভেনুগোপালন গোবিন্দানের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, পার্শ্বপ্রতিক্রিয়ার জেরেই মৃত্যু হয় তাদের মেয়ের। অভিযোগের তির সিরাম অর্থাৎ টিকা প্রস্তুতকারী সংস্থার দিকেই।


কী বলছে সরকার ?


ইতিমধ্যে এই ঘটনায় একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির দাবি আবার ভিন্ন। তাদের কথায়, কোভিশিল্ডের জেরেই মৃত্যু হয়েছে, এমন অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ নেই। তাই টিকার জেরে মৃত্যু হয়েছে বলে মনে করে না ওই কেন্দ্রীয় কমিটি।


সরকারের সঙ্গে আগেও সংঘাত


কেন্দ্রীয় সরকারের সঙ্গে এর আগেও সংঘাত হয়েছে। টিকা দেওয়ার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এই সমস্যা নিয়ে অভিযোগ দায়ের করা হয় আদালতে। সেই অভিযোগ অনুযায়ী, সরকারকে এর জন্য দায়ী করা হয়। কিন্তু সেই সময় তালিকা থেকে বাদ ছিল সিরাম ইন্সটিটিউট।


কোন ঘটনা থেকে এর সূত্রপাত ?


অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি টিকা বর্তমানে ব্রিটেনে নিষিদ্ধ রয়েছে। জনস্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়। ২০২১ সালে জেমি স্কট নামে এক ব্যক্তি অ্যাস্ট্রোজেনেকার টিকা নেওয়ার পরেই স্থায়ীভাবে মস্তিষ্কে চোট পান। তার পরেই এই মামলা দায়ের করা হয়। দীর্ঘ তিন বছর পর সেই মামলায় বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে নেয় অ্যাস্ট্রোজেনেকা।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Vaccine Controversy Row: কোভিশিল্ডের পর প্রশ্নে কোভ্যাকসিন, টিকার নিরাপত্তা নিয়ে মুখ খুলল ভারত বায়োটেক