Cyclone Remal Emergency Kit: সব জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব এক হয় না। ফলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে তা আগে থেকে আঁচ করা সবসময় সম্ভব হয় না। তা বলে আসন্ন বিপর্যয়কে নগণ্য করে দেখাও ঠিক নয়। আমফানের মতোই ঘরহারা, বন্যা পরিস্থিতির আশঙ্কা এবারেও ঘনাচ্ছে। 


যে কোনও বড়সড় ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) প্রভাব সামলাতে কিছু পূর্বপ্রস্তুতি লাগে। তাই পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে কিছু জিনিস সবসময় হাতের কাছে রাখা ভাল। সাইক্লোন রেমালের (Cyclone Remal  Update) সময়ও এই জিনিসগুলি কাজে লাগবে। ন্যাশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সূত্র অনুযায়ী, এই জিনিসগুলিকে এমার্জেন্সি কিট বলা হচ্ছে। ঝড়বৃষ্টি চলাকালীন এই জিনিসগুলি হাতের কাছে রাখুন সবসময়। এতে বড়সড় বিপদ হলেও নিরাপদে থাকা সম্ভব হবে।


সাইক্লোন চলাকালীন কী কী জিনিস কাছে রাখবেন ?



  • একটি ব্যাটারিচালিত টর্চ রাখুন। কারেন্ট অফ হলে দরকার পড়বে।

  • এক্সট্রা ব্যাটারিও সঙ্গে রাখুন।

  • ব্যাটারিচালিত রেডিয়ো সঙ্গে রাখুন। 

  • ফার্ট এড করার জন্য প্রয়োজনীয় ওষুধ কাছে রাখুন। একইসঙ্গে প্রয়োজনীয় ওষুধও কাছে রাখুন। 

  • জরুরি কাগজপত্র সব আলাদা করে রাখুন। যাতে সেগুলি কোনওভাবে জলে ভিজে না যায়। এর মধ্যে যেমন মার্কশিট, সার্টিফিকেট রয়েছে, তেমনই পরিচয়পত্রগুলিও রয়েছে।

  • আধার কার্ড, রেশন কার্ডের মতো পরিচয়পত্র আলাদা করে কাছে রাখুন। এগুলি ত্রাণের কাজ বা প্রশাসনের দরকারে দেখাতে হলেও হতে পারে। 

  • কিছু হালকা ও শুকনো খাবার প্যাকেট করে কাছে রেখে দিন।

  • পর্যাপ্ত পরিমাণে জল সঙ্গে রাখুন।

  • মোমবাতি ও দেশলাই সঙ্গে রাখুন।

  • একটি ছুরি সঙ্গে রাখুন দরকারে।

  • ক্লোরিন ট্যাবলেট ও পাউডার দিয়ে জল পরিশ্রুত করা যায় এমন ওয়াটার পিউরিফায়ার রাখুন কাছে। 

  • হাতে যথেষ্ট নগদ টাকা রাখা জরুরি।

  • মোটা দড়ি যদি ঘরে থাকে, তবে সেটি কাছে এনে রাখুন। কোনও কারণে ঘরে জল ঢুকলে বা বাসযোগ্য অবস্থা না থাকলে দড়ির সাহায্যে জিনিসপত্র বেঁধে বাঁচানো সম্ভব।

  • জুতোও সঙ্গে রাখুন প্রয়োজনমতো।

  • মোবাইল ফোন সঙ্গে রাখুন। কোনও প্রয়োজন হলে প্রশাসনের হেল্পলাইন নম্বরে ফোন করে দ্রুত সাহায্য চাইতে পারবেন।

  • ল্যাপটপ ও ফোনের মতো নির্দিষ্ট কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিই শুধু কাছে রাখুন। যা না থাকলে সমস্যায় পড়তে হতে পারে।


আরও পড়ুন - Cyclone Remal: আসছে ঘূর্ণিঝড় 'রেমাল', সুরক্ষিত থাকতে কী করবেন, কী করবেন না


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।