Cyclone Remal Long Time Power Cut: রেমালের জেরে চারিদিকে নানা পরিষেবা ব্যাহত হচ্ছে। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে বেশ কিছু স্থানে। এমনকি ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এই অবস্থায় কারেন্ট অফ হওয়া স্বাভাবিক। কিন্তু দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকলেও বিপদ। তাই কিছু কাজ এই সময় প্রথমেই করে ফেলুন। এতে কিছুটা জলদি হলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে।


পরিষেবা স্বাভাবিক করতে কী করবেন ?


১. আপনার বাড়িতে দ্যুৎ পরিষেবা যে সংস্থা প্রদান করে, তাদের সঙ্গে প্রথমেই যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের ফোন নম্বর ১৯১২১। কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের ফোন নম্বর ১৯১২।


২. তাদের কাছে আপনার গ্রাহক নম্বর দিয়ে অভিযোগ জানাতে হবে। কখন থেকে বা কতক্ষণ ধরে বিদ্যুৎ পরিষেবা নেই, সেটিও জানান।


৩. রেমালের ভয়ঙ্কর বৃষ্টির জেরে পরিস্থিতি সহজে স্বাভাবিক হবে না। কিন্তু নিয়মিত আপডেট রাখা জরুরি।


৪. তাই নির্দিষ্ট সময় অন্তর বিদ্যুৎ অফিস থেকে এই ব্যাপারে খোঁজ নিন।


৫. বিদ্যুৎ অফিস থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময় জানানো হলে ওই সময় পর্যন্ত অপেক্ষা করুন।


৬. যথাসম্ভব সহযোগিতাও করতে হবে। শুধু আপনার বাড়ি বা ফ্ল্যাটের পোস্টে সমস্যা হয়েছে না এলাকার বড় পোস্টে সমস্যা হয়েছে তা দেখে রাখা ভাল। বিদ্যুৎ অফিস থেকে জানতে চাইলে দ্রুত পরিষেবা পেতে তা জানিয়ে সাহায্য করুন।


দীর্ঘক্ষণ কারেন্ট অফ থাকলে যে যে প্রস্তুতি নিয়ে রাখা ভাল



  • ঘরে টর্চ বা মোমবাতি কিনে রাখুন -  মোবাইলের ফ্ল্যাশ এখন সকলেরই রয়েছে। কিন্তু দীর্ঘ সময় ফ্ল্যাশ জ্বালিয়ে রাখলে অনেক চার্জ যায়। তাই টর্চ বা মোমবাতির কিন্তু বিকল্প নেই।

  • জলের ব্যবস্থা করে রাখুন - ট্যাঙ্কে পর্যাপ্ত জল আছে কি না দেখা নিন। প্রয়োজনে জলের ব্যবস্থা করে রাখুন। 

  • সকাল সকাল রান্না সেরে নিন - রান্নাবান্না সকাল সকাল সেরে নিন। রাতের অন্ধকারে রান্নাবান্না না করাই ভাল।

  • ফোন প্রয়োজন বুঝে ব্যবহার করুন - কারেন্ট অফ থাকার সময় খুব বেশি ফোন ব্যবহার করা ঠিক নয়। তাই বুঝেশুনে ফোন ব্যবহার করুন। আরও দরকারে লাগতে পারে এই যন্ত্রটি।

  • ইনভার্টারের কারেন্ট বুঝে খরচ করুন - ইনভার্টারের কারেন্টে খুব বেশি যন্ত্রপাতি না চালানোই ভাল। তাই বুঝে খরচ করুন সেই বিদ্যুৎ।


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন - Cyclone Remal: ঘূর্ণিঝড়ের সময় এগুলিই সবচেয়ে বেশি দরকার, কী কী রাখবেন হাতের কাছে ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।