Unhappy Life Causes: মানুষের গড় আয়ু বেড়েছে। কিন্তু একই সঙ্গে বেড়েছে রোগের সংখ্যা। ফলে‌ পরিস্থিতি দাঁড়িয়েছে ‘তাই বলি, দীর্ঘ আয়ু দীর্ঘ অভিশাপ’ — রবীন্দ্রনাথের কথায়। তবে এই খারাপ স্বাস্থ্যের পিছনে অন্যতম দায়ী কিছু নির্দিষ্ট রোগ। সম্প্রতি ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় সেই দিকগুলি উঠে এসেছে।


সুস্থ আয়ুর সমীক্ষা


নির্দিষ্ট ওই কয়েকটি রোগের মধ্যে রয়েছে কোমরের ব্যথা, মানসিক অবসাদজনিত সমস্যা ও মাথা ব্যথা। সারা বিশ্ব জুড়ে এই গবেষণাটি করেছেন গবেষকরা। তার ভিত্তিতে এই তিনটি রোগ শনাক্ত করা হয়েছে‌। কোভিডের প্রথম দুই বছরে এই সমীক্ষা করা হয়েছিল। আয়ু তো বাড়ছে। কিন্তু সুস্থ আয়ু নিয়ে কতজন বেচে রয়েছেন, এই নিয়ে গবেষণাটি করা হয়। তাতেই প্রথম সামনে আসে আয়ুবৃদ্ধি হলেও সুস্থ নন অনেকেই। বরং অসুস্থ শরীরেই কাটছে দিন। 


অন্যতম গবেষক ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হেলথ মেট্রিক সায়েন্সেসের অধ্যাপক ডামিয়ান সানটামাউরো সংবাদমাধ্যম পিটিআই-কে বলেন, কোমরের ব্যথাই এই সমস্যাগুলির মধ্যে অন্যতম। গবেষণায় জানা গিয়েছে, এই রোগটির সঠিক কোনও চিকিৎসাও বর্তমানে উপলব্ধ‌ নেই। তাঁর কথায়, রোগটিকে নিয়ন্ত্রণে আনতে উন্নত চিকিৎসা পরিষেবা গড়ে তোলা জরুরি।


মানসিক অবসাদের রেহাই কীসে ?


মানসিক অবসাদ থেকে রেহাই পাওয়ার উপায়ও জানাচ্ছেন গবেষক। সানটামাউরোর কথায়, মানসিক অবসাদের চিকিৎসা করতে ওষুধ ও মনোবিদের থেরাপি সেশন দুইই প্রয়োজন। যথেষ্ট সময় ধরে এই দুটি পাশাপাশি চললে সমস্যাটি থেকে বেরিয়ে আসা সম্ভব। প্রসঙ্গত, কোভিডের সময় মানসিক অবসাদ আরও বেড়েছে। 


সমস্যা আরেক জায়গাতেও


চিকিৎসকের কথায়, সমস্যা আরও এক জায়গাতেও রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই পর্যাপ্ত চিকিৎসার সুযোগ পাচ্ছেন না রোগীরা। যার ফলে রোগের প্রকোপ বাড়ছে। সেরে ওঠার মতো সমস্যা হলেও বাড়ছে রোগ নিয়ে দিন কাটানোর হার। তাই দীর্ঘ আয়ু হলেও সুখের মুখ দেখছেন  না অনেকেই। 


পুরুষদের থেকে মহিলারাই বেশি বিপদে ?


কোভিডের সংক্রমণ প্রভাব রয়ে গিয়েছে এখনও। যারা এই রোগের পরবর্তী প্রভাবে ভুগছেন, তাদের মধ্যে লং কোভিড ও নানা মানসিক সমস্যা দেখা দিচ্ছে। এদিক থেকে মহিলাদের বিপদ বেশি। অন্যদিকে আবার মহিলাদের তুলনায় পুরুষদের মৃত্যুর হার বেশি।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Summer Health Tips: প্রচণ্ড গরমে শরীর থাকবে ঠাণ্ডা, এই ঘরোয়া পানীয়গুলি বানানোও সহজ