Actress Suhani Bhatnagar Death: উপসর্গ দেখা দেওয়ার ২ মাসের মধ্যেই মৃত্যু ! কী এই ডার্মাটোমায়োসাইটিস, যা কেড়ে নিল 'দঙ্গল' অভিনেত্রীর প্রাণ?

কী এই ডার্মাটোমায়োসাইটিস, যা কেড়ে নিল 'দঙ্গল' অভিনেত্রীর প্রাণ?
Actress Suhani Bhatnagar Death : সুহানির পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি এই রোগের উপসর্গে ভুগছিলেন মাস দুয়েক হল। তবে রোগ ধরা পড়ে দিন দশেক আগে।
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা : মাত্র ১৯ বছর বয়সে চলে গেল সুহানি (Suhani Bhatnagar) । সেই সুহানি, যাঁকে মানুষ চেনে আমিরের ‘দঙ্গল’ দিয়ে। সে-ছবিতে আমির খানের সঙ্গে সুহানি অভিনয় করেছিলেন ববিতা
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে


