কলকাতা: ডায়াবেটিস বা রক্তে সুগার বেড়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ মেটাবলিক সমস্যা। কিন্তু এই মেটাবলিক সমস্যা কি পরিবেশ দূষণের কারণে বাড়তে পারে ? এক সাম্প্রতিক গবেষণা বলছে বাড়ার আশঙ্কা সম্পূর্ণ রয়েছে। চিকিৎসকদের কথায়, মানবদেহের ইনসুলিন হরমোন ঠিকভাবে ক্ষরণ না হলে রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকে। যা থেকেই ডায়াবেটিস হয়। কিন্তু সব ক্ষেত্রে তা নাও হতে পারে। বরং সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে ডায়াবেটিস দূষণের কারণেও হতে পারে।


কোন ধরনের দূষণ দায়ী ?


পরিবেশে কলকারখানা, গাড়ির দূষিত ধোঁয়া প্রতিনিয়ত এসে মিশছে। আর সেই দূষিত বায়ুই নিশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে। তবে এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে পার্টিকুলেট ম্যাটার ২.৫ বা সংক্ষেপে পিএম ২.৫ দূষকগুলি। কারণ এগুলি নিশ্বাসের মাধ্যমে ফুসফুসে গিয়ে সেখান থেকে সরাসরি রক্তে গিয়ে মেশে। এর ফলে রক্তের মধ্যেও পরিবেশের দূষণ ছড়িয়ে পড়ে। সাম্প্রতিককালে ভারতীয় গবেষকদের কথায়, এই দূষণই ডায়াবেটিসের কারণ হয়ে দাঁড়াচ্ছে।


কেন পার্টিকুলেট ম্যাটার ২.৫ ক্ষতিকর ?


রক্তের মধ্যে সহজেই মিশে যেতে পারে এই ধরনের দূষক। এটি আদতে একটি চুলের থেকেও ৩০ গুণ সরু। ফলে ফুসফুসের রক্তজালিকা দিয়ে সহজেই অন্যদিকে চলে যায়। এই দূষক যে শুধু ডায়াবেটিসের কারণ,তা নয়। গবেষকদের কথায়, এই দূষকের কারণে ফুসফুসের সমস্য়াও দেখা দিতে পারে। পাশাপাশি হার্টের নানা রোগ হওয়াও অস্বাভাবিক নয়। অন্যদিকে কার্ডিয়োভাসকুলার রোগের ঝুঁকিও বাড়িয়ে দেয় পিএম ২.৫ দূষকগুলি। প্রসঙ্গত, এই ধরনের দূষক যে যে দেশে সবচেয়ে বেশি, সেই তালিকায় অন্যতম ভারত। 


কী বলছে ভারতীয় গবেষণা ?


গবেষকদের তথ্য অনুযায়ী, দিল্লির বাতাসে পার্টিকুলেট ম্যাটার ২.৫ দূষকের পরিমাণ ৮২-১০০ মাইক্রোগ্রাম প্রতি লিটার। অন্যদিকে চেন্নাইয়ে এর পরিমাণ ৩০-৪০ মাইক্রোগ্রাম প্রতি লিটার। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদর্শ নিয়ম অনুসারে, বাতাসে এই দূষকের পরিমাণ সর্বোচ্চ ৪০ মাইক্রোগ্রাম প্রতি লিটার থাকতে পারে। এর থেকে বেশি হলে তা স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। 


ভারতে রোগের পরিসংখ্যান…


ভারতের রোগের পরিসংখ্যানও সমর্থন যোগাচ্ছে গবেষকদের এই তথ্যকে। বর্তমান সময়ে ভারতের শীর্ষ রোগগুলির মধ্যে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের রোগ, কার্ডিয়োভাসকুলার ডিজিজ। 


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Health Tips: অসহ্য গরমে অসুস্থ হতে পারে খুদেও, কী কী বিষয়ে খেয়াল রাখবেন ?