কলকাতা: দিন দিন ওষুধের দাম বাড়ছে। দাম বাড়ছে ওষুধ ছাড়াও চিকিৎসার নানা পরিষেবার। টেস্ট করতে গেলেও একগাদা টাকা খরচ হয়ে যায়। অপারেশন করতে দিলে তো আর কথাই নেই। স্বাস্থ্যের পিছনে একটা বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায় অনেকের। বয়স বাড়লে এই সমস্যা আরও বাড়ে। সংসারের খরচের একটা বড় অংশ চলে যায় ওষুধ ও চিকিৎসার পিছনেই। এই খরচ সুরাহা তবে কী ? সম্প্রতি এই নিয়ে একটি সমীক্ষা চালায় তথ্যবিশ্লেষণকারী সংস্থা গ্লোবালডেটা। সেই সমীক্ষাতেই দুটি সেরা পথের হদিস পেয়েছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসাক্ষেত্রে মূল্যবৃদ্ধি
চিকিৎসা ক্ষেত্রে মূল্য বাড়ছে সব কিছুরই। এর মানে শুধু দাম বাড়ছে তা নয়। ওষুধ তৈরির কাঁচামালের দামও বাড়ছে। বাড়ছে ওষুধ ও চিকিৎসা ক্ষেত্রে যুক্ত কর্মী পিছু খরচ। সেই হিসেবে গোটা ওষুধ বাজারেই এখন মূল্যবৃদ্ধির আগুন (Healthcare Inflation)। এর মধ্যে নতুন করে সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি। প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানকে অনেকটাই এগিয়ে দিয়েছে। তবে একই সঙ্গে বেড়েছে খরচ। অনেকের জন্য সমস্যাও হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার বিপুল এই খরচ।
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের উপায় কী ?
ওষুধ ও চিকিৎসার বাজার তাহলে কী করে নিয়ন্ত্রণ করা সম্ভব (Healthcare Inflation Remedies) ? এর উপায় বাতলে দিচ্ছে গ্লোবালডেটা। তাদের সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে দুটি সমাধানের কথা। তার একটি হল পেসক্রিপশনে লেখা ওষুধের দাম নিয়ন্ত্রণ। চিকিৎসকরা যেসব ওষুধ পেসক্রিপশনে লিখে দেন, তার দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এটি করতে পারলেই অনেকটা দাম নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব।
অন্য আরেকটি উপায় রোগ প্রতিরোধী জীবনযাপন। অর্থাৎ রোগকে ঠেকিয়ে রাখতে হবে। আর এর জন্য স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। রোজকার ডায়েট ও জীবনধারায় বদল আনতে হবে। জীবনযাপনের কায়দায় বদল আনতে পারলে একসঙ্গে অনেক রকম রোগকেই ঠেকিয়ে রাখা সম্ভব হয়। সেক্ষেত্রে চিকিৎসার বিপুল খরচের ঝুঁকি এড়ানো যায়।
কী বলছে সমীক্ষা সংস্থা ?
গ্লোবালডেটার অ্যাসোসিয়েট প্রোজেক্ট ম্যানেজার শচীন ঘরাট আইএনএস-কে বলেন, জিনিসপত্রের দাম বাড়তে শুরু করলে রোগীদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষদের সমস্যা হয়। শুধু তাই নয়, এই পরিষেবার সঙ্গে যারা যারা যুক্ত, তারাও একটা সময়ের পর অসুবিধায় পড়তে থাকেন। তাই ওষুধের দাম নিয়ন্ত্রণ করা জরুরি। উপরের দুই উপায়কেই অধিকাংশ সাধারণ মানুষ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের উপায় বলে মনে করেন। একাধিক দেশ জুড়ে এই সমীক্ষা করা হয়েছে।
তথ্যসূত্র - আইএএনএস
আরও পড়ুন - Fresh Fish Buying Tips: টাটকা বলে বাসি, পচা মাছ গছিয়ে দিচ্ছে ? ৫ জিনিস দেখে নিলেই আর ঠকবেন না