কলকাতা: কান সাফ করতে অনেকেই চাবি, কাঠি ব্যবহার করেন। কিন্তু এতে কি কান সাফ হয় না বিপদ বাড়ে কানের? এবিপি লাইভের সঙ্গে এই বিষয়ে বিশদে আলোচনা করলেন আইএলএস হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক সৌম্যরূপ দাস (Senior ENT and head neck cochlear implant and skull base consultant surgeon)।


চিকিৎসকের কথায়, নিজে থেকে নিজের কান পরিস্কার করার একদম দরকার পড়ে না। কানের গঠন দেখলেই এর কারণ বোঝা যাবে। আমাদের কানের ভিতর কিছু সেরুমিনাস (ceruminous) গ্রন্থি থাকে। এগুলি থেকে তৈলাক্ত পদার্থ নির্গত হয়। সেটি কানের ত্বকের উপর জমতে থাকে। এটি কানকে চুলকানি ও সংক্রমণ থেকে বাঁচায়। একেই আমরা ভুল করে কানের ময়লা ভাবি। সেটি পরিস্কার করি। এর ফলে ওই অংশটি শুষ্ক হয়ে যায়। এর থেকে চুলকানি হতে থাকে। তখন আমরা আবার কানে হাত দিই । এতে আবার চুলকানি হয়। এই কারণে বারবার কান খোঁচানোর অভ্যাস দেখা যায়। ভুল অভ্যাসের জেরে একটা সময় কানে সমস্যা দেখা দিতে থাকে। 


তাহলে কি কান পরিস্কার করার দরকার নেই ?


সৌম্যরূপের কথায়, এই ক্ষেত্রে পরামর্শ নিতে হবে একজন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের। তিনি দেখে বলে দেবেন, ওটা কানের ওয়াক্স না অন্য কিছু। যদি ওয়াক্স কানের পর্দাকে পুরোপুরি ঢেকে রাখে, তাহলে সেটি বার করার দরকার। কিছু ক্ষেত্রে কেরাটোসিস, কোলেস্ট্রিওটোমার মতো রোগ হলে কান সাফ করতে হয়। সেটি চিকিৎসকরাই করে থাকেন।


কীভাবে কান সাফ করা হয় ?



  • প্রথমে একটি কানের ড্রপ দিয়ে কানের ময়লা নরম করে নেওয়া হয়।

  • এর পর দুটি পদ্ধতিতে এটি বার করা হয়। একটি হল জল দিয়ে সিরিঞ্জিং, অন্যটি সাকশনিং। 

  • সাকশনিং সব ক্ষেত্রেই করা যায়। 

  • কিন্তু সিরিঞ্জিং ড্রাই ওয়াক্স হলে করা হয়। কান থেকে যদি ডিসচার্জ হয়, তাহলে করা হয় না। 

  • তাতে একটি বিশেষ অবস্থায় মিডল ইয়ার অর্থাৎ কানের ভিতর দিকে সংক্রমণ হতে পারে।


বাড়িতে কীভাবে কান পরিস্কার (Ear Cleaning Tips) করব?



  • চিকিৎসক জানালেন, বাড়িতে বাডস দিয়ে কান পরিস্কার করা যেতে পারে। তবে বাডস এক সেন্টিমিটারের বেশি প্রবেশ করানো যাবে না। সেটুকুর মধ্যে যা ময়লা দেখা যাচ্ছে, সেটুকু সাফ করাই যথেষ্ট। এর বেশি পরিস্কার করার দরকার নেই। কারণ অনেক সময় সাফ করতে গিয়ে ওই ময়লা আরও ভিতরে ঢুকে যায়। এতে কান বন্ধ হয়ে যায়।

  • খাবার চিবোতে হবে ভাল করে। এই খাবার চিবোনোর ফলে মুখের পেশিগুলি ঠিকমতো নাড়াচাড়া করে। এর ফলে কানে ময়লা জমলে তা বাইরে বেরিয়ে আসে।


আরও পড়ুন - Recurring Cancer: ক্যানসার কেন বারবার ফিরে আসে ? আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসক