এক্সপ্লোর
হাতের মুঠোয় দাগহীন ঝকঝকে মুখের গোপন রহস্য!
জেনে নিন, দাগহীন ঝকঝকে মুখ পেতে কী কী করা যেতে পারে ...

চাঁদের গায়ে কলঙ্ক নিয়ে মানুষের ফ্যান্টাসির অন্ত নেই। সুন্দর মুখ দেখলেই তারিফ করা হয়, ‘চাঁদের মতো মুখ’ বলে। কিন্তু চাঁদের মতো ঝকঝকে মুখে কালো দাগে আপত্তি কম-বেশ সকলের। জেনে নিন, দাগহীন ঝকঝকে মুখ পেতে কী কী করা যেতে পারে। • দুধের সর মুখের দাগ তোলার জন্য খুব কার্যকরী। বিশেষত শুষ্ক ত্বকে সরের প্রলেপ সৌন্দর্য বাড়িয়ে দিতে অব্যর্থ। • বেসন ও চন্দনের মিশ্রণও ত্বকে ঔজ্জ্বল্য আনতে সক্ষম। ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে এই ঘরোয়া উপকরণ। • মূলতানী মাটি দিয়ে তৈরি ফেসপ্যাক লাগাতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য এই উপকরণ খুবই উপকারী। • ত্বক উজ্জ্বল রাখতে তিলের তেল মালিশ করা যেতে পারে। • বাদাম তেলে আছে ভিটামিন ই, জিঙ্ক, প্রোটিন ও পটাশিয়াম, যা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















