Elon Musk On Neuralink Chip: শুধু ভাবলেই ফোন চলে যাবে। ফোন চলে যাবে যাকে ফোন করতে চাইছেন তাঁর কাছে। আবার ছবি তোলা হোক বা ভিডিয়ো শ্যুটিং, সেসবও শুধু ‘ভাবা ভাবা’ খেলা। এই খেলা খেললে নাকি কম্পিউটারও আপনার সব কাজ করে দেবে। কারণ এই ভাবনার সঙ্গে যোগ থাকবে একটি ছোট্ট চিপের। আর সেই চিপটি বর্তমানে ইলন মাস্কের (Elon Musk) নিউরালিঙ্ক সংস্থার (Neuralink Chip) অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। সম্প্রতি এই নিউরালিঙ্ক চিপ নিয়েই আরও এক ধাপ আশাবাদী শোনাল ইলন মাস্ককে। তাঁকে বলতে শোনা গেল, ভবিষ্যতে আর কোনও ফোন থাকবে না। তাহলে কী থাকবে ? মাস্কের কথায়, শুধুই নিউরালিঙ্ক থাকবে ! ওই দিয়েই এই সব কাজ হবে।


খামখেয়ালি কথা না সত্যিকারের ভবিষ্যত ?


খামখেয়ালি হিসেবে বেশ নামডাক করেছেন টেসলার প্রাক্তন প্রধান ও বর্তমানে এক্স-কর্তা ইলন মাস্ক। একাধিক ব্যবসায় জড়িত তিনি। একদিকে যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স সামলাচ্ছেন, অন্যদিকে মহাকাশে ঘুরতে যাওয়ার ভ্রমণ সংস্থাও খুলে বসেছেন - নাম রেখেছেন স্পেসএক্স। এছাড়াও, রয়েছে মগজাস্ত্র তৈরির আলাদা একটি ব্যবসা - যার নাম নিউরালিঙ্ক।


সমাজমাধ্যমের পোস্টেই দাবি ইলনের



সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয় নট ইলন মাস্ক নামক এক ব্যক্তির। তাঁর ওই পোস্টে দেখা যায়, ইলন মাস্ক একটি ফোন নিয়ে বসে আছেন। তার মাথায় নিউরাল নেটওয়ার্ক জ্বলজ্বল করছে। ক্যাপশনে লেখা - আপনি কি আপনার ফোনকে নিউরালিঙ্ক চিপ দিয়ে নিয়ন্ত্রণ করতে চান ? ইলন মাস্ক এই পোস্টটি শেয়ার করেন, তিনি এক ধাপ এগিয়ে লেখেন, ভবিষ্যতে কোনও ফোনই থাকবে না ! শুধু নিউরালিঙ্কই থাকবে। অর্থাৎ নিউরালিঙ্ক দিয়ে শুধু ভাবনার সাহায্যে ফোন করা যাবে বলেই মনে করেন তিনি!



ইলন মাস্কের ভাইরাল পোস্ট


নিউরালিঙ্কের বিশ্ব


আগামী দিনে কি শুধু নিউরালিঙ্ক চিপটিই থাকবে সারা বিশ্বে ? তেমনটাই ইঙ্গিত দিচ্ছেন ইলন মাস্ক। নিউরালিঙ্ক চিপের সাহায্য ভাবলেই তাঁকে ফোন করা যাবে বলে জানাচ্ছেন ইলন মাস্ক। নিউরালিঙ্কের চিপ ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এক ব্যক্তির মস্তিষ্কে বসানো হয়েছে অর্থাৎ ইমপ্ল্যান্ট করা হয়েছে। ঘটনাচক্রে এক দুর্ঘটনায় ওই ব্যক্তির ঘাড়  থেকে পা পর্যন্ত পুুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। নিউরালিঙ্ক বসানোর পর তিনি আবার স্বাভাবিক মানুষের মতো এক এক করে কাজ করতে পারছেন। ২৮ জানুয়ারি নিউরালিঙ্ক  চিপ বসানোর পর তাঁর বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মাস্কের সংস্থা। জানিয়েছেন ওই ব্য়ক্তি নিজেও। 


আরও পড়ুন - Yoga Day 2024: আন্তর্জাতিক যোগ দিবসের সঙ্গে কীভাবে জড়িয়ে ভারত ? ফিরে দেখা ১০ বছর আগের অতীত


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।