কলকাতা: চলতি বছর ১০ সেপ্টেম্বর দেশ জুড়ে পালিত হবে গণেশ চতুর্থী উৎসব। সিদ্ধিদাতা গণেশের পূজো অর্চনায় দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে প্রতিবছর পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। দুর্গাপুজো আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন। দুর্গাপুজোর আগে প্রায় একইরকমভাবে হইহই করে পালিত হয় গণেশ চতুর্থী। গোটা দেশে এই উৎসব পালন করা হলেও মহারাষ্ট্রে গণেশ চতুর্থী মহা ধুমধাম করেই হয়ে থাকে। যদিও করোনা পরিস্থিতির কারণে উৎসবের আরম্বরে বেশ খানিকটা কমতি যে থাকবে, তা বলাই বাহুল্য। তবে শুধু মহারাষ্ট্র নয়, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে এদিন গৃহস্থের বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে এসে পুজো করা হয়।
পূরাণ অনুযায়ী জানা যায় যে, সিদ্ধিদাতা গণেশ এই সময়ে জন্মগ্রহণ করেছিলেন। তাই তাঁর জন্মতিথি অনুসারেই পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। হিন্দু ধর্ম অনুযায়ী, গণেশ দেবতাকে সঙ্কট মোচক হিসেবে মনে করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে, গণপতির আরাধনা করলে সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তাই তো যেকোনও পুজোর আগেই সিদ্ধিদাতা গণেশের নাম উচ্চারণ করে তবে পুজো শুরু হয়। শাস্ত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, গণেশের পুজো করলে সংসারে শ্রীবৃদ্ধি হয়। সংসার সমৃদ্ধ হয়ে ওঠে।
শাস্ত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছর ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী আরম্ভ হচ্ছে রাত ১২টা ১৭ মিনিটে। আর শুভক্ষণ চলবে রাত ১০টা পর্যন্ত। গণেশ পুজোর বেশ কিছু নিয়ম রয়েছে। পুজো করার আগে সেগুলো জেনে নেওয়া খুবই জরুরি। যেমন আমরা বিশ্বাস করি যে, সিদ্ধিদাতা গণেশ আমাদের সমস্ত দুঃখ, দুর্দশার বিনাশ করেন। তাই গণেশ পুজোয় জলের পাত্র, পঞ্চামৃত, লাল কাপড়, নারকেলের জল, সুপারি, লবঙ্গ, ঘি, কর্পূর, গঙ্গাজল এবং গণেশের প্রিয় সাদা ফুলের ব্যবহার করা হয়। পুজোর সময়ে গণেশের মূর্তি বদ্ধ ঘরে নয়, বরং খোলামেলা জায়গায় রাখুন। এবং সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু বা মোদক দিয়ে পুজো দিন।
আরও পড়ুন-
Ganesh Chaturthi 2021: গণেশ চতুর্থী আসছে, পুজোর আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন
আসছে গণেশ চতুর্থী, সিদ্ধিদাতার পুজোয় এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখুন