কলকাতা: কালবৈশাখীর সময় এসে গিয়েছে। যেকোনও সময়ে প্রবল ঝড়বৃষ্টি শুরু হতে পারে। তার সঙ্গে বিদ্যুৎ চমকানোর মতো প্রাকৃতিক দুর্যোগও হতে পারে। এমন সময় বহু ক্ষেত্রেই বাড়িতে বৈদ্যুতিন জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা শোনা যায়। বহু ক্ষেত্রে বিদ্যুৎ চমকানোর সময় সঠিক পদ্ধতি না মেনে চলার কারণে টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য বৈদ্যুতিন জিনিসপত্র খারাপ হয়ে যাওয়ার ঘটনা শোনা যায়। বাজ পড়লে পুড়েও যেতে পারে। তাই এই সময় কীভাবে এই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করবেন, তা জেনে রাখা জরুরি।


বাজ পড়ার সময় যেভাবে ঘরে থাকা ইলেকট্রনিক্সের জিনিসপত্র বাঁচাবেন-


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাইরে যদি প্রবল মাত্রায় ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে, তাহলে সবার আগে ঘরে থাকা সমস্ত বৈদ্যুতিন জিনিসপত্র সংযোগ বিচ্ছিন্ন করে দিন।


২. টিভি, ফ্রিজ, এসি, ল্যাপট, কম্পিউটার থেকে ঘরে থাকা যেকোনও বৈদ্যুতিন সরঞ্জামের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া দরকার এই সময়ে।


৩. এই সময়ে কোনওরকম বৈদ্যুতিন জিনিসে একেবারেই হাত দেবেন না।


৪. স্মার্টফোনের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খুব প্রয়োজন না হলে এই সময় ফোন বন্ধ করে রাখুন।


৫. বাজ পড়তে থাকলে কিংবা বিদ্যুৎ চমকাতে থাকলে ফোনে কথা বলা বিপজ্জনক হতে পারে।


আরও পড়ুন - Thunderstorm Safety Tips: বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির মধ্যে যে কাজগুলো করলে বিপদের আশঙ্কা থাকে


৬. পাখা বন্ধ করে করে রাখুন। নাহলে পাখাতে থাকা কয়েল পুড়ে যেতে পারে।


৭. অত্যন্ত দরকারেও কোনওরকম বৈদ্যুতিন সরঞ্জামের সুইচ অন করবেন না। 


৮. শুধু টিভি, ফ্রিজ কিংবা কম্পিউটারের সুইচ বন্ধ করলেই চলবে না। তার সঙ্গে প্লাগও খুলে দিন।


৯. কোনওরকম বৈদ্যুতিন জিনিসপত্রের কাছে থাকবেন না। বাড়ির বাচ্চাদেরও কাছে যেতে দেবেন না।


এই সমস্ত পদ্ধতি মেনে চললে বজ্রপাতের সময় রক্ষা করা যাবে বৈদ্যুতিন জিনিসপত্র। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।