কলকাতা: সুগার প্রেশারের ওষুধ কিনতে গিয়েই মাসে একটা বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায়। এবার সেই সমস্যার সুরাহ করল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)। সুগার প্রেশারসহ বেশ কিছু ওষুধের দাম বেধে দিল কেন্দ্রের এই সংস্থা। তালিকায় রয়েছে মোট ৬৯ টি কম্পোজিশনের ওষুধ। এর মধ্যে ৩১টির সর্বোচ্চ মূল্য কত হবে সেটাও বলে দেওয়া হয়েছে।
না মানলে কী ব্যবস্থা ?
ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে এই নিয়ম মেনেই ওষুধ তৈরি শুরু করতে হবে। নিয়ম না মানলে অতিরিক্ত ধার্য করা মূল্য সুদসমেত সরকারকে ফেরত দিতে হবে বলে জানানো হয়েছে। তালিকায় একদিকে যেমন রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ওষুধ (Diabetes, HIgh Blood Pressure)। তেমনই আরেকদিকে রয়েছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক, কাফ সিরাপ ও অবসাদের ওষুধ (Government Fixes Prices)। নির্দেশিকায় বেশ কিছু ওষুধ সংস্থার নামও উল্লেখ করে দিয়েছে এনপিপিএ। এর মধ্যে দেশের সবচেয়ে বেশি ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিরই বেশি নাম রয়েছে।
তালিকায় কোন কোন ওষুধ ?
উচ্চ রক্তচাপের ওষুধ
- Olmesartan Medoxomil, Amlodipine & Hydrochlorothiazide Tablet - ৮.৯২ টাকা, ১০.৭১ টাকা ও ১৪.৫২ টাকা প্রতি ট্যাবলেট (সংস্থাভেদে ওষুধগুলির কম্পোজিশন আলাদা। কম্পোজিশন অনুযায়ী সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়েছে)।
- Telmisartan, Amlodipine & Hydrochlorothiazide Tablet - ১৬.২৪ টাকা
- Telmisartan & Chlorthalidone Tablet - ১৭.৭৪ টাকা, ৫.৩৫ টাকা, ৬.২৫ টাকা
- Telmisartan & Cilnidipine Tablet - ১০.৩৯ টাকা
ডায়াবেটিসের ওষুধ
- Sitagliptin and Metformin Hydrochloride Extended Release Tablets - ১৩.২৫ টাকা, ৯.১৩ টাকা, ১০.৩৯ টাকা প্রতি ট্যাবলেট (সংস্থা ও ওষুধগুলির কম্পোজিশন ভেদে সর্বোচ্চ দাম)।
- Sitagliptin Phosphate, Metformin Hydrochloride and Glimepiride Tablets - ১২ টাকা, ১৩.৩৫ টাকা, ১৩ টাকা, ১৪ টাকা, ১৫.০৩ টাকা, ১৫ টাকা প্রতি ট্যাবলেট (সংস্থা ও ওষুধগুলির কম্পোজিশন ভেদে সর্বোচ্চ দাম)।
- Dapagliflozin Sitagliptin and Metformin Hydrochloride Extended Release Tablet - ২৭.৭৫ টাকা।
এছাড়া আর কী কী ওষুধ তালিকায় ?
ব্যথার ওষুধ যেমন প্যারাসিটামল ও তার ডায়ক্লোফেনাক কম্পোজিশনের দাম বেঁধে দেওয়া হয়েছে। এগুলির দাম ১ টাকা থেকে শুরু করে পাঁচ টাকার মধ্যে রাখা হয়েছে। এর পাশাপাশি ৮০ টি ওষুধের দাম পুনরায় ঠিক করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন - Health Update: কলাগাছের আঁশ দিয়ে ব্যান্ডেজ ! নয়া খোঁজ ভারতীয় গবেষকদের