কলকাতা: সঠিক সৌন্দর্যের জন্য উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বকের পাশাপাশি স্বাস্থ্যকর চুলেরও (Hair Care) দরকার। আজকের দিনে সবাই যখন চুল স্ট্রেট করায় ব্যস্ত, তখন বহু মানুষই কার্লি হেয়ার পছন্দ করেন। কিন্তু স্বাভাবিকভাবে কার্লি হেয়ার না হওয়ায়, তা তৈরি করতে গিয়ে চুলের স্বাস্থ্যের ক্ষতি করে ফেলেন। বিশেষজ্ঞরা তাই চুল কার্লি করার জন্য কার্লারের পরিবর্তের রোলার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন।


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বারংবার চুলে গরম যন্ত্র ব্যবহার করতে করতে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। কিন্তু কার্লি করার জন্য যদি চুলে রোলার ব্যবহার  করেন, তাহলে চুলের স্বাস্থ্য়ও বজায় থাকবে। আবার কার্লিও হবে। তারপরও রোলার ব্যবহারের সঠিক পদ্ধতি না জানা থাকার ফলেও ক্ষতি হচ্ছে চুলের। তাই রোলার ব্যবহারের সঠিক পদ্ধতি জেনে নিন-


আরও পড়ুন - Elaichi Water Benefits: সকালে এলাচ ভেজানো জল খেলে কী হবে?


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুলে রোলার ব্যবহার করার আগে চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়া প্রয়োজন। ময়লা চুলে রোলার ব্যবহার করা উচিৎ নয়। তাই প্রথমে চুলে ভালো করে শ্যাম্পু করে নিন। এবার তাতে কন্ডিশনার ব্যবহার কররুন। এরপর হেয়ার সিরাম লাগিয়ে দিন গোটা চুলে ভালো করেয তারপর রোলার ব্যবহার করবেন।


রোলার ব্যবহার করার জন্য প্রথমে চুলকে কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করে নিন। এবার চুলের একেবারে ডগা থেকে রোলার ব্যবহার করুন। রোলার ব্যবহার করার পর তা মাথার উপরিভাগে ক্লিপ দিয়ে আটকে দিন। কতটা কার্লি চুল আপনি চাইছেন, তার উপর নির্ভর করে কতক্ষণ আপনি চুলে রোলার লাগিয়ে রাখবেন। যদি হালকা কার্লি চান, তাহলে ৩ থেকে ৪ ঘণ্টা রোলার লাগিয়ে রাখুন। আর যদি আরও বেশি কার্লি চান, তাহলে ৭ থেকে ৮ ঘণ্টা রোলার লাগিয়ে রাখতে হবে।


আরও পড়ুন - Kids Superfood: সঠিক শারীরিক এবং মানসিক বিকাশের জন্য শিশুদের খাবার তালিকায় যেগুলো অবশ্যই রাখবেন


নির্দিষ্ট সময় হয়ে যাওয়ার পর হালকাভাবে রোলার চুল থেকে খুলে নিতে হবে, যাতে চুলে কোনও ক্ষতি না হয়। এবার হালকা হাতে চুলগুলি ছড়িয়ে দিন এবং হেয়ার স্প্রে ব্যবহার করুন। এভাবেই সহজে পেতে পারবেন বাউন্সি হেয়ার। চুলের স্বাস্থ্যেরও ক্ষতি হবে না। আবার কার্লিও হবে মনের মতো।