কলকাতা: সকাল বিকাল এক কাপ চা না হলে যেন কিছুতেই চলে না। চা ছাড়া থাকা যেন বড্ড কঠিন। অথচ চা শুধু যে পানের জন্য তা তো নয়। বরং চায় রয়েছে আরও অনেক উপকারিতা। চুলের যত্ন নিতে অনেকেই অনেক টোটকা কাজে লাগান। তেমনই যত্ন চা দিয়েও কিন্তু নেওয়া সম্ভব। চুল চা দিয়ে ধুতে পারেন মাঝে মাঝেই। তা হলে চুল পড়া ও চুলের নানা সমস্যা নিয়ে আর দুবার ভাবতে হবে না। চায়ের মধ্যে থাকা একাধিক পুষ্টিগুণ চুল ভাল রাখে। চুলের বেশ কয়েকটি উপকারে লাগে চা পাতার গুণ। কী সেগুলি ? দেখে নেওয়া যাক।
চুলের যত্নে চায়ের ভূমিকা
চুলের যত্ন নিতে হলে চায়ের পাতা দিয়ে নেওয়া যেতে পারে। কারণ এটি একাধিক পুষ্টিগুণে ভরপুর।
শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর - বেশ কয়েকটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চায়ের পাতা। যেমন ধরা যাক গ্রিন টি ভরপুর ফ্ল্যাভনয়েডে। অন্যদিকে সাধারাণ কালো চায়ের পাতা ট্যানিনে ভরপুর। এই দুটি উপাদানই চুলের জন্য উপকারী।
খুশকি ও উকুন দূর করে - চুলের খুশকি আর উকুন খুব পরিচিত সমস্যা। এগুলি মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পকে দুর্বল করে দেয়। এর ফলে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্যার বড় সমাধান।
চুল বড় হতে সাহায্য করে - চায়ের মধ্যে ক্যাফেইন কন্টেন্ট রয়েছে। এই বিশেষ উপাদানটি চুলে পুষ্টি জোগায়। ফলে কেরাটিন উৎপাদন বেড়ে যায়। যা চুল বড় হওয়ার জন্য জরুরি।
চুলের জেল্লা বাড়াতেও সাহায্য করে - চলে জেল্লা বাড়াতে সাহায্য করে কালো চা। কালো চা দিয়ে চুল ধুলে চুল হাইড্রেটের থাকে একই সঙ্গে এর ড্যামেজ কম হয় এর ফলে চুলের জেল্লা বাড়ে।
কীভাবে চা দিয়ে চুল ধুয়ে নেবেন ?
- প্রথমে চা বানিয়ে নিন।
- এবার চা পুরোপুরি ঠান্ডা হতে দিন।
- চা ঠান্ডা হয়ে এলে এটি ছেঁকে আলাদা করে নিন।
- এবার একটি স্প্রে বোতলে চা ভরে নিন।
- এর পর ভাল করে শ্যাম্পু করে নিন।
- এবার এটি চুলের মধ্যে ভাল করে স্প্রে করে ৩০-৬০ মিনিট রেখে দিন।
- এবার হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে কন্ডিশনিং করে ফেলুন।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Kitchen Hacks: প্রেশার কুকার ছাড়াই দ্রুত সিদ্ধ হবে ডাল, ৫ কায়দায়