কলকাতা: শীতকাল পড়তে না পড়তেই খুসকির (Dandruff) সমস্যা শুরু হয়ে গিয়েছে। যেকোনও সাজসজ্জাকে একেবারে নষ্ট করে দেয় যদি আপনার পোশাকের উপর সামান্যতমও খুসকি দেখা যায়। শুধু সাজ নষ্টই নয়, খুসকির কারণে অন্য অনেক অসুখ দেখা দিতে পারে। খুসকির সমস্যা সারাবছরই থাকে। কিন্তু শীতকালে আবহাওয়ার পরিবর্তনের কারণে ত্বক শুষ্ক হয়। তাই এই সময় মাথাচাড়া দেয় খুসকি। 


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাথার ত্বক শুষ্ক হয়ে গেলে তার সঙ্গে ধুলো, ময়লা জমে খুসকি হতে পারে। এছাড়াও আরও নানান ত্বকের সমস্যার কারণে খুসকি হতে পারে। তবে, ঘরোয়া কিছু কিছু উপাদান দিয়ে খুসকির সমস্যা দূর করা সম্ভব বলে জানাচ্ছেন তাঁরা। তাঁদের মতে, মাথার ত্বকে বা স্কাল্পে ক্যাস্টর অয়েল ব্যবহার করে দূর করা সম্ভব খুসকি।


১. অ্যালোভেরা ত্বক এবং চুলের জন্য কতটা উপকারী, তা আজ আর অজানা নয়। এই উপকারী অ্যালোভেরার সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করলে তা আরও কার্যকরী। এটি খুসকি দূর করতে সাহায্য করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দু চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ৩ চামচ অ্যালোভেরার রস মিশিয়ে নিন। তাতে টি ট্রি অয়েলও মেশাতে পারেন। এবার এই মিশ্রন চুলের সঙ্গে স্কাল্পেও ভালো করে ব্য়বহার করে মিনিট ৪০ রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


আরও পড়ুন - Health Tips: ফুসফুস সুস্থ রাখতে কী কী খাবেন?


২. নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করলে চুলের স্বাস্থ্যের উপকার হয়। দু চামচ পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল এবং ক্যাস্টর অয়েল মিশিয়ে স্কাল্পে ব্যবহার করে ম্যাসেজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।


৩. একইরকমভাবে অলিভ অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েলের মিশ্রন দারুণ উপকারী চুলের জন্য। 


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।