Hair Growth Tips: চুলের অনেক সমস্যার মধ্যে অন্যতম হল চুল সঠিকভাবে বৃদ্ধি (Hair Growth) না পাওয়া। একবার যদি চুল কাটেন সেই চুল বাড়তে বছর ঘুরে যায়। তাও মনের মতো লম্বা চুল (Long Hair) হয় না। হয়তো আপনার চুল পড়ার (Hair Fall) সমস্যা নেই। কিন্তু চুলের লম্বায় বৃদ্ধি হয় না সঠিক ভাবে। চুলের এই সমস্যায় অনেকেই ভুক্তভোগী। আপনার চুল যাতে সঠিকভাবে লম্বায় বৃদ্ধি পায়, চুল কাটতে আপনার যেন কোনও ভয় না হয়, সেইদিকে নজর রাখতে চাইলে চুলের সঠিকভাবে পরিচর্যা প্রয়োজন। এক্ষেত্রে কোন কোন উপকরণ অতি অবশ্যই ব্যবহার করা উচিত, জেনে নিন। 


কয়েকটি উপকরণ চুলে ব্যবহার করলে অল্প সময়ের মধ্যেই আপনার চুল লম্বায় বৃদ্ধি পাবে একদম সঠিক ভাবে 


রোজমেরি অয়েল 


এই তেল চুলের সঠিক মাত্রায় বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারি। চুলের লম্বা অংশ এবং মাথার তালু, দু'জায়গাতেই আপনি রোজমেরি অয়েল দিয়ে ম্যাসাজ করতে পারেন। এই তেলের সাহায্যে হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত হয়। তার ফলে নতুন চুল গজাতেও সাহায্য করে এই তেল। এর পাশাপাশি চুলে সঠিক মাত্রায় পুষ্টির জোগান দেয় রোজমেরি অয়েল। তার ফলে চুল লম্বায় ভালভাবে বৃদ্ধি পায়। এছাড়াও চুলে ময়শ্চারাইজার ধরে রাখতে এবং রুক্ষ-শুষ্ক ভাব দূর কতে কাজে লাগে রোজমেরি অয়েল। তাই নিয়মিত এই তেল চুলে ব্যবহার করতে পারেন। 


জবাফুল 


চুলের স্বাস্থ্যের জন্য জবাফুল অত্যন্ত উপকারি একটি উপকরণ। জবা ফুল ভালভাবে চটকে নিয়ে সেই নির্যাস লাগাতে পারেন মাথার তালু এবং চুলের লম্বা অংশে। এছাড়াও নারকেল তেলের মধ্যে জবা ফুল দিয়ে ভালভাবে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সেই তেল দিয়ে মাথার তালু এবং চুলে ম্যাসাজ করুন। লাল রঙের জবাফুল ব্যবহার করতে পারলেই ভাল। মূলত জবাফুল চুল মোলায়েম করে। বজায় রাখে চুলের উজ্জ্বলতা। এর পাশাপাশি চুল পড়ার সমস্যা কমায়। আর সেই সঙ্গে চুলের লম্বায় সঠিক ভাবে বৃদ্ধিতেও সাহায্য করে। তাই চুলের সমস্যা যাঁদের রয়েছে তাঁরা জবাফুল অবশ্যই ব্যবহার করুন পরিচর্যায়। 


মেথি 


চুলের জন্য আরও একটি উপকারি জিনিস হল মেথি। নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে কাচের পাত্রে এই তেল সংগ্রহ করে রাখুন। আর সম্ভব হলে রোজই এই মেথি তেল চুলে ম্যাসাজ করুন। এই তেল চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। চুল পড়ার সমস্যা কমায়। দূর করে খুশকির সমস্যাও। 


আরও পড়ুন- চোখের পাতা বড় এবং ঘন করবে এই দুই উপকরণ, পুজোর আগে ব্যবহার করছেন তো? 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।