কলকাতা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রোগ দেখা দিতে থাকে। এর মধ্যে অন্যতম রোগ হল পার্কিনসনস ডিজিজ (parkinson's disease)। এটি স্নায়ুর একটি জটিল রোগ। এর জন্য এখনও চিকিৎসাবিজ্ঞানে কোনও ওষুধ আবিষ্কৃত হয়নি। ফলে রোগটি একবার কাবু করে ফেললে এর থেকে রেহাই পাওয়া যায় না। তবে এই রোগের উপসর্গগুলিকে সামাল দিতে বিভিন্ন ওষুধ রয়েছে। এবার ওষুধের পাশাপাশি তৈরি হল একটি রোবটও। পার্কিনসনসে আক্রান্ত রোগীদের হাঁটার সুবিধা করে দিতে এগিয়ে এল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (harvard research)। হার্ভার্ডের গবেষকরা ছয়মাসের চেষ্টায় তৈরি করলেন একটি রোবট জামা (wearable robotic device)।


রোবট জামা ব্যাপারটা কী?


শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা ঠিক এটাই। এটা রোবট হলেও স্বতন্ত্র নয়। এটাকে জামার মতই গায়ে পরতে হয়। এই পোশাকটি বিশেষভাবে পার্কিনসনস রোগীদের জন্য তৈরি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। নেচার মেডিসিন জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে, এই পোশাকটি মূলত নিতম্ব ও থাই এলাকাকে ঘিরে রাখে। এই অঞ্চল দুটিতে প্রয়োজন বুঝে ধাক্কা দেয় রোবট পোশাকটি। ধাক্কা পেলে পা সামনের দিকে এগোতে শুরু করে। এমনকি বড় বড় পা ফেলতেও সুবিধা হয়। মূলত যা করতে পারেন না পার্কিনসনস রোগীরা।


হাঁটতে গিয়ে কেমন সমস্যা হয় পার্কিনসনস রোগীদের?


হাঁটার সময় একটা পা তুলে স্টেপ ফেলার আগেই দেখা গেল পা আটকে গিয়েছে। আবার হয়তো যতটা দূরে পা ফেলতে গিয়েছিলেন, ততটা দূরে পড়ল না। পা মাঝে মাঝেই বেশ কাঁপছে। এই সব সমস্যার কারণেই ঠিকভাবে হাঁটতে পারেন না পার্কিনসনসে আক্রান্ত রোগীরা। শুধু তাই নয়, হাঁটতে গিয়ে অনেকে বারবার পড়েও যান। যা আরও বিপজ্জনক।


হার্ভার্ডের পরীক্ষা নিরীক্ষা


ছয় মাস ধরে এই রোবট পোশাক নিয়ে বিশেষ পরীক্ষা নিরীক্ষা চালান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। পরীক্ষার জন্য বেছে নেওয়া হয় একজন ৭৩ বছর বয়সী বৃদ্ধকে। তিনি পার্কিনসনস রোগে আক্রান্ত। রোগটির উপসর্গ আয়ত্তে রাখতে নিয়মিত ওষুধও খান তিনি। কিন্তু তার পরও পায়ের সমস্যায় দিনে অন্তত ১০ বার ভোগেন। এমনকি পড়েও যেতেন। তাঁর জন্যই বিশেষভাবে মাপ নিয়ে তৈরি করা হয় রোবট পোশাকটি। বর্তমানে এটি খবরের শিরোনামে উঠে এসেছে সফল পোশাক হিসেবে।


আরও পড়ুন: High blood pressure: উচ্চ রক্তচাপ হার্টে কীভাবে ব্লকেজ তৈরি করে ? গোপন কায়দার খোঁজ পেলেন বিজ্ঞানীরা