Health News :কাঁধে যন্ত্রণা ? নাড়াতে পারছেন না ? এই চেষ্টাতেই 'ফ্রোজেন শোল্ডার'-র কষ্ট থেকে মিলতে পারে রেহাই

কাঁধে যন্ত্রণা? নাড়াতে পারছেন না? এই চেষ্টাতেই 'ফ্রোজেন শোল্ডার'-র কষ্ট থেকে মিলতে পারে রেহাই (প্রতীকী ছবি)
Health News: কাঁধে ব্যথা ? কাঁধ নাড়াতে গিয়ে অসম্ভব শক্ত বলে মনে হচ্ছে ? ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মতো সমস্যা রয়েছে ? তা হলে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভাল। কারণ 'ফ্রোজেন শোল্ডার' হতে পারে।
পায়েল মজুমদার, কলকাতা : কয়েকদিন ধরেই ব্যথা হচ্ছিল। হঠাৎ একদিন অফিস থেকে ফেরার সময়,'ব্যাকপ্যাক'-র স্ট্র্যাপে হাত ঢোকাতে গিয়ে অনুজ (নাম পরিবর্তিত) টের পেলেন, ডান কাঁধটা যেন নড়ছে না। বরফের মতো
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে


