Proper Food Intake: আমরা অনেকেই সারাদিন নানা কাজের চাপে ঠিকভাবে খাওয়া-দাওয়া (Foods) করি না। এই অভ্যাস দীর্ঘদিন চলতে থাকলে, শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষত আমরা অনেকেই প্রতিদিন ঠিকভাবে ব্রেকফাস্ট (Breakfast) করি না। অর্থাৎ সকালের প্রথম খাওয়াটাই ঠিক করে হয় না। তারপর সারাদিন বাড়ির বাইরে কাজের চাপে খাওয়া-দাওয়ার সময়ের ঠিক থাকে না। ফলে সব মিলিয়ে যথেষ্ট অনিয়ম হয় যায়। দিনের পর দিন এই বেনিয়ম চলতে থাকলে একসময় জবাব দেবে শরীর এবং অল্পেতেই কাহিল হয়ে পড়বেন আপনি। মারাত্মক ভাবে অসুস্থও হয়ে যেতে পারেন। তাই প্রতিদিন কেন সঠিক ভাবে খাবার খাওয়া প্রয়োজন, কেন কোনও মিল স্কিপ করা উচিত নয়, সেটাই একনজরে দেখে নিন।



  • দিনের মূল তিনটি খাবার সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনার স্কিপ করা বা না খাওয়া কখনই উচিত নয়। নির্দিষ্ট সময়ে সঠিকভাবে খাবার না খেলে অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

  • অনেকেই প্রতিদিনের খাওয়াদাওয়ার ক্ষেত্রে বেশ অনিয়ম করেন। সঠিক ধরনের খবার খান না। কিংবা সঠিক সময়ে খাওয়া হয় না। এই জাতীয় অভ্যাস দীর্ঘদিন চলতে থাকলে বড় সমস্যা হতে পারে।

  • যদি সকালে জলখাবার না খান, অর্থাৎ ব্রেকফাস্ট স্কিপ করেন তাহলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। কারণ রাতের খাবার বা ডিনারের পর অনেকক্ষণ এমনিতেই আমাদের না খাওয়া থাকে। অর্থাৎ পেট খালি থাকে।

  • অতএব ব্রেকফাস্ট সঠিক ভাবে না খেলে দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। বৃহত্তর পর্যায়ে ভাল রকমের গ্যাসট্রিকের সমস্যা দেখা দিতে পারে।

  • অনেকক্ষণ খালি পেটে থাকার পর যখন আপনি খাবার খান তখন আচমকাই পেট ব্যথা শুরু হতে পারে। এই সমস্যা এড়ানোর জন্য প্রতিদিনের মিল স্কিপ করবেন না।

  • অনেকেই ভেবে থাকেন না খাওয়া মানেই হল ডায়েট করা। আর এভাবে রোগা হওয়া যাবে। আদতে একেবারেই তা হয় না। বরং উল্টোটাই দেখা যায়। 

  • দীর্ঘক্ষণ খাবার না খেয়ে থাকলে অস্বাভাবিক হারে ওজন বাড়তে থাকে। তাই সকালের ব্রেকফাস্ট হোক বা দুপুরে লাঞ্চ কিংবা রাতে ডিনার- কোনওটাই বাদ দেওয়া যাবে না।

  • অনেকক্ষণ খাবার খেয়ে না থাকলে আপনার পেটে অ্যাসিড রিফ্লাক্স হয়। অর্থাৎ প্রচুর পরিমাণ অ্যাসিড তৈরি হয়। ফলে অ্যাসিডিটির সমস্যায় ভুগতে আপনি বাধ্য।

  • ঠিকভাবে খাবার না খেলে শরীরে পুষ্টির ঘাটতি হতে পারে। বদহজমের সমস্যা দেখা দেয় মারাত্মক ভাবে। এই অভ্যাস ক্রমশ আপনার মেটাবলিজম কমিয়ে দেয়।


আরও পড়ুন- গরমে ঘামের দুর্গন্ধে নাজেহাল! সমস্যা দূর করতে মেনে চলুন সহজ কিছু টিপস