Liver Problem: আমাদের অনেকের শরীরেই সারাদিন একটা ক্লান্ত, অবসন্ন ভাব দেখা যায়। সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন। সর্বক্ষণ একটা ঝিমানি ভাব থাকে। বিশ্রাম নেওয়ার পরেও ক্লান্তি দূর হয় না। এর পাশাপাশি খাবার দেখলেই গা-গোলায়। খিদে থাকে না। খাবার খেতে হবে মনে করলেই অনীহা আসে। এছাড়াও সামান্য কিছু গেলেও বমি ভাব হতে থাকে। এর পাশাপাশি পেটে ব্যথা বা অস্বস্তি অনুভূত হয়। এই সমস্ত লক্ষণ দেখা দেওয়ার পরেও যাঁরা অনেকদিন ধরে অবহেলা করছেন তাঁরা এবার সময় থাকতেই সতর্ক হয়ে যান। কারণ এই সমস্ত লক্ষণগুলি আসলে লিভারের অসুখের উপসর্গ। লিভারে জটিল এবং গুরুতর সমস্যা দেখা দেওয়ার আগে তাই এই জাতীয় লক্ষণ দেখা গেলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 


এবার একনজরে দেখে নিন লিভারের অসুখ বা সমস্যা হয়েছে সেটা কোন কোন লক্ষণ দেখলে বোঝা সম্ভব 



  • লিভারের সমস্যা থাকলে, অসুখ হলে খাবারের প্রতি অনীহা আসে। খাবার দেখলেই গা-গোলাতে পারে। বমি ভাব হতে পারে। যদি খাবার দেখলে কয়েকদিন ধরেই এইসব লক্ষণগুলি আপনার মধ্যে দেখা যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। 

  • লিভারের সমস্যা হলে পেটে ব্যথা হতে পারে মাঝে মাঝেই। সামান্য কিছু খেলেও পেটে অস্বস্তি বোধ করতে পারেন। এছাড়াও বদহজম, অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে। তাই পেটে ব্যথা হলে অবহেলা করবেন না। কিছু খেলেই যদি পেটে ব্যথা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

  • লিভারের সমস্যা থাকলে অতিরিক্ত ক্লান্তি অনুভব হয়। সামান্য পরিশ্রম করেই আপনি হাঁপিয়ে উঠবেন, ঝিমিয়ে থাকবেন। তাই যদি অল্প কাজ করেই আপনি খুব ক্লান্ত হয়ে যান এবং এই উপসর্গ ক্রমাগত দেখা দিতে থাকে, তাহলে অবহেলা করা উচিত নয়। 

  • লিভারের সমস্যা হলে বা অসুখ হলে ঘুমের সমস্যা হতে বাধ্য। রাতে ঠিক করে ঘুম হবে না। দিনের পর দিন রাতে ঘুম না হলে তার অন্যতম কারণ লিভারের অসুখ হতে পারে। অতএব সতর্ক থাকুন। 


আরও পড়ুন- ইউটিআই ইনফেকশন থেকে ত্বকের কালচে দাগছোপ, দূর হবে এক ফলের রসেই 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।