মধ্যপ্রদেশ: কোভিড রোগীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে কালো ফাঙ্গাস বা মিউকোরোমাইকোসিস। এতদিন আক্রান্তের খবর এলেও মৃত্যু খবর শোনা যায়নি। এবার উদ্বেগ বাড়িয়ে মঙ্গলবার সংক্রমণে মৃত্যু হল দুই ব্যক্তির। মধ্যপ্রদেশের ইনডোরের এমওয়াইএইচ হাসপাতালের ঘটনা। ইতিমধ্যেই সেখানে ১৩ জন রোগী কালো ফাঙ্গাস সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেখা যাচ্ছে, কোভিড-১৯-এর সময়ে স্টেরয়েড ট্রিটমেন্ট হয়েছে যে সমস্ত রোগীর তাঁরাই এই রোগী আক্রান্ত হচ্ছেন।
হাসপাতালের চক্ষু বিভাগের অধ্যক্ষ শ্বেতা ওয়ালিয়া জানিয়েছে, 'দু-জন ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের কারণে মারা গিয়েছেন। তাঁদের দু-জনেরই মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। আরও ১৩ জনের চিকিৎসা চলছে।'
তিনি জানিয়েছেন, 'মিউকোরোমাইকোসিস নামেও পরিচিত এই কালো ফাঙ্গাস। সাধারণত ত্বক বা নাক থেকে এই সমস্যা শুরু হলেও এর প্রভাব পড়ে ফুসফুস এবং মস্তিষ্কেও। এ ক্ষেত্রে কোভিডমুক্ত হয়েছে এমন রোগীদের ক্ষেত্রেই এই রোগ বেশি দেখা যাচ্ছে।'
শিউড়ে ওঠার মতো তথ্য দিয়েছেন তিনি আরও জানিয়েছেন, 'ইতিমধ্যেই প্রায় তিনজন রোগীর চোখ বাদ দিতে হয়। অন্যথায় চোখ থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারত এই সংক্রমণ।'
হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন এই রোগীর জন্য যে ইনজেকশ ব্যবহার করা হয় তা এইমুহূর্তে পর্যাপ্ত পরিমাণে মজুত নেই। প্রত্যেক রোগীকে প্রায় ৫০টি করে ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়। পাশাপাশি এও জানানো হয়েছে, বেশ দামি এই ইনজেকশনগুলি।
ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কালো ফাঙ্গাস। ডাঃ শ্বেতা জানাচ্ছেন, 'প্রতিদিন গড়ে প্রায় ৩ জন করে সংক্রমিত হচ্ছেন। এবং মধ্যপ্রদেশেই এই মুহূর্তে প্রায় ৪০ জন সংক্রমিত রোগী চিকিৎসাধীন।'
ডায়াবেটিক রোগী, স্টেরয়েড নেন এমন ব্যক্তি, দীর্ঘদিন ICU-তে রয়েছেন এমন ব্যক্তি, কোমর্বিড, ভোরিকোনাজল (অ্যান্টি-ফাঙ্গাল ওষুধ) থেরাপি চলছে এমন ব্যক্তিদের মধ্যেই সংক্রমণের প্রবণতা বেশি বলে জানিয়েছেন ডাঃ শ্বেতা।
সংবাদ সংস্থা ANI-কে চিকিৎসক জামিনি গুপ্ত জানিয়েছেন, এর আগে এই রোগের এমন বাড়বাড়ন্ত ছিল না। বর্তমানে কোভিডের চিকিৎসায় স্টেরয়েড থেরাপি করা হচ্ছে। যা রোগীর শরীরে শর্করার মাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং মিউকোরোমাইকোসিসে আক্রান্ত হচ্ছেন করোনামুক্তরা। নাক থেকে শুরু হলেও রোগটি চোখ সংক্রমিত করে মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে।
করোনা উদ্বেগের মধ্যেই চিন্তা বাড়াচ্ছে মিউকোরোমাইকোসিস ( mucormycosis) বা কালো ফাঙ্গাস। দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র এবং বেঙ্গালুরুতে বেশ কিছু এলাকায় কোভি়ড রোগীদের এই রোগ ধরা পড়েছে ইতিমধ্যেই। চিকিৎসকরা বলছেন সময় মতো সঠিক চিকিৎসা না হলে ভয়াবহ আকার নিতে পারে এই রোগ।সম্প্রতি এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্কবার্তা দিয়ে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: কোভিড রোগীদের নয়া আতঙ্ক কালো ফাঙ্গাস, নির্দেশিকায় সতর্কবার্তা কেন্দ্রের