Eating Disorder:মেদ ঝরানোর তাগিদে কঙ্কালসার হাল, খেয়েই বমি করা? Eating disorder সামলাতে কী করবেন?

Eating disorder সামলাতে কী টিপস বিশেষজ্ঞদের? (ছবি:Freepik)
Health News: মেদ ঝরাতে ডায়েট, এক্সারসাইজ করছেন? কোথাও এই রোগা হওয়ার তাগিদ মাত্রাছাড়া হয়ে যাচ্ছে না তো? কী করে বুঝবেন সুষ্ঠু জীবনযাপন এবং Eating disorder-র ফারাক? ABP Ananda-এ জানালেন বিশেষজ্ঞরা।
পায়েল মজুমদার, কলকাতা: চোয়ালের ধারটা (jaw line) স্পষ্ট দেখা যাচ্ছে? হাতদুটো কি বেশিই চওড়া? জিনস কেন এত 'টাইট'হচ্ছে? তা হলে কি...? আয়নায় দাঁড়িয়ে চেহারার চুলচেরা বিশ্লেষণ করেন না এমন মানুষ হাতে গোনা।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে


