কলকাতা : স্তন্যপানের (Breast Feeding) সঙ্গে মস্তিষ্কের একটা গভীর যোগাযোগ রয়েছে। যে নারীরা সন্তানকে স্তন্যপান করান, বাকিদের তুলনায় তাঁদের জ্ঞানের পরিধি মজবুত রয়েছে পঞ্চাশ বছর বয়সের পরও। এমনই জানা যাচ্ছে একটি সমীক্ষা থেকে।
সম্প্রতি ইভোলিউশন, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথের থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, তা থেকে জানা যাচ্ছে, স্তন্যপান মহিলাদের মস্তিষ্কের উপর ইতিবাচক প্রভাব ফেলে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া - লস অ্যাঞ্জেলেসের এক লেখক মলি ফক্স বলছেন, 'স্তন্যপান শিশুদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা আমরা সকলেই জানি। শিশুদের স্বাস্থ্যের উপর স্তন্যপানের প্রভাব সম্পর্কে অনেক তথ্যই আজ জানা যায়। কিন্তু স্তন্যপান মহিলাদের শরীরে কী প্রভাব ফেলে, সে সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায় না।'
আরও পড়ুন - Eye Donation: কারা চক্ষুদান করতে পারবেন আর কারা পারবেন না?
তিনি আরও বলছেন, 'সম্প্রতি এই বিষয়ের উপর আমরা একটি সমীক্ষা প্রকাশ করেছি। যে সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত নারীরা সন্তানকে স্তন্যপান করিয়েছেন, পঞ্চাশ বছর বয়সের পরও তাঁদের জ্ঞানের ভান্ডার একইরকম অটুট রয়েছে। যাঁরা স্তন্যপান করাননি, তাঁদের তুলনায় ওই সমস্ত মহিলাদের মস্তিষ্ক অনেক উন্নত রয়েছে। এবং অন্যান্য মহিলাদের তুলনায় তাঁর পঞ্চাশ বছর বয়সের পরও জ্ঞানের চর্চার পরীক্ষায় ভালো ফল করছেন।'
বারো সপ্তাহের একটি সমীক্ষা করা হয় গবেষকদের পক্ষ থেকে। এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন একশো পনেরোজন মহিলা। যাঁদের মধ্যে ৬৪ জনের মধ্যে অবসাদভাব লক্ষ্য করা গিয়েছিল এবং ৫১ জনের মধ্যে কোনও অবসাদ ছিল না। এই সমস্ত মহিলাদের মধ্যে বেশ কিছু সাইকোলজিক্যাল টেস্ট করা হয়। তাঁরা কতটা পড়শোনা শিখতে পারছেন, কতটা মনে রাখতে পারছেন। এবং কারা কত তাড়াতাড়ি সমস্ত কিছু আয়ত্বে আনতে পারছেন, সেগুলি দেখা হচ্ছিল। সমীক্ষার শেষে দেখা যায়, ৬৫ শতাংশ মহিলা যাঁদের মধ্যে অবসাদের লেশমাত্র ছিল না, তাঁরা কোনও না কোনও সময়ে স্তন্যপান করিয়েছেন সন্তানদের। আর ৪৪ শতাংশ মহিলা যাঁদের মধ্যে অবসাদ লক্ষ্য করা গিয়েছিল, তাঁরা কখনও স্তন্যপান করাননি।
আরও পড়ুন - Gut Health Update: কীভাবে বুঝবেন আপনার হজমের গোলমাল হয়েছে?
সবশেষে সমীক্ষকরা দেখেন, কগনিটিভ টেস্টের ক্ষেত্রেও যে সকল মহিলারা স্তন্যপান করিয়েছেন, তাঁরা ফল ভালো করেছেন বাকিদের তুলনায়। তাঁরা শিখেছেনও দ্রুত এবং সমস্ত কিছু মনেও রেখেছেন বাকিদের থেকে বেশি ভালো। এর ফলে সমীক্ষকরা বুঝতে পারেন যে, স্তন্যপানের সঙ্গে মহিলাদের মস্তিষ্কের উন্নতির কতটা প্রভাব রয়েছে।