কলকাতা: এবার আয়ুর উপরেও খাঁড়া আসতে চলেছে। সমগ্র মানবজাতির আয়ুই কমে যেতে পারে। অন্তত ছয় মাস করে কমতে চলেছে সেই আয়ু। সম্প্রতি এক গবেষণার ফলাফল দেখে এমনটাই জানালেন বিজ্ঞানীরা। তাতে বলা হয়েছে, মানুষের ভুলেই এমনটা হতে চলেছে। আগামীদিনের পরিস্থিতি মানুষের আয়ু গড়ে ছয় মাস কমিয়ে দিতে পারে। মূলত উন্নয়নশীল দেশের বাসিন্দা ও মহিলারা এই বিপদের শিকার হতে চলেছেন বলে জানিয়েছে ওই গবেষণা।


কীসের বিপদ আগামী দিনে?


সম্প্রতি প্লস ক্লাইমেট জার্নালে জলবায়ু সংক্রান্ত একটি গবেষণার ফলাফল প্রকাশিত হয়। ১৯১ টি দেশের মোট ৮০ বছরের জলবায়ু বিশ্লেষণ করা হয়েছে ওই গবেষণাটিতে। তাতেই জলবায়ুর ব্যাপক পরিবর্তন লক্ষ করেছেন বিজ্ঞানীরা। জলবায়ু পাল্টে যাওয়ার এই গবেষণায় দুটি মূল সূচকের উপর নির্ভর করেছেন গবেষকরা। এর একটি হল নির্দিষ্ট দেশগুলির গড় তাপমাত্রা। অন্যটি হল সেই দেশের বৃষ্টিপাতের হার। এই দুটি সূচকের সঙ্গে সরাসরি তুলনা করা হয়েছে মানুষের আয়ুর (life expectancy)। জলবায়ু যে হারে বদলাতে শুরু করেছে, তাতে আগামী দিনে মানুষের আয়ু কমবে বলেই জানা গিয়েছে গবেষণায়।


ঠিক কতটা কমবে আয়ু?


গোটা গবেষণাটি করার সময় একটি ক্লাইমেট চেঞ্জ ইনডেক্স তৈরি করেন গবেষকরা। তাতে বৃষ্টিপাত ও উষ্ণতার সূচককে পরিমাপ করা হয়েছে। এই ইনডেক্সের ভিত্তিতে বলা হচ্ছে, পৃথিবীর গড় উষ্ণতা এক ডিগ্রি বেড়ে গেলে মানুষের গড় আয়ু ০.৪৪ বছর কমে যেতে পারে। ০.৪৪ বছর অঙ্কের নিয়মে ছয় মাস এক সপ্তাহের সমান। জলবায়ু বদলের ১০ পয়েন্ট পরিবর্তনের ফলে এই আয়ু কমছে বলে জানানো হচ্ছে।


কাদের উপর বিপদের খাঁড়া?


গবেষকদের কথায়, এই বিপদের শিকার হবেন মূলত মহিলা ও উন্নয়নশীল দেশের বাসিন্দারা। বাংলাদেশের শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক অমিত রায় সংবাদমাধ্যমকে বলেন, এই গবেষণা দেখিয়ে দিয়েছে, মানুষ ঠিক কেমন বিপদের সামনে রয়েছে। পাশাপাশি এই আসন্ন বিপদের মোকাবিলা করতে হলে একে জনস্বাস্থ্য বিপর্যয় (public health crisis) হিসেবে বলে ধরে নিতে হবে। সেই মতো দরকারি পদক্ষেপ নিতে হবে সবাইকে।


গ্রিন হাউস গ্যাস দূষণ ও বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ। এই বিষয়টিকেও তুলে ধরা হয়েছে গবেষণায়। গ্রিন হাউস গ্যাস ও দূষণ কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে উন্নত পশ্চিমী দেশগুলিকে। তেমন ব্যবস্থাগুলির উপর আরও জোর দেওয়ার পরামর্শ দিয়েছে এই গবেষণা।


আরও পড়ুন: Mustard Greens: ক্যানসার ঠেকায় এই শাক! নিয়ম করে খেলে কোলেস্টেরলও বাগে থাকে