Dog Bite First Aid And Treatment: কুকুর অনেকের প্রিয় হলেও কেউ কেউ এই প্রাণীকে বড্ড ভয় পান। কোনও রাস্তায় কুকুর থাকলে সেই পথ দিয়ে যেতে ভয় পান। অথবা কুকুর একটু ঘেউ ঘেউ করলেই চমকে ওঠেন। কুকুরের কামড়ের শিকারও হন অনেকে। কুকুরের যদি টিকা দেওয়া থাকে, তাহলে কামড় খাওয়া ব্যক্তির জলাতঙ্ক হওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু কুকুরটির টিকা না নেওয়া থাকলে তার কামড় থেকে জলাতঙ্ক হতে পারে। তবে জলাতঙ্ক হোক বা না হোক, কুকুরের কামড় খেলে শরীরের সেই অংশ অনেকটা কেটে যায়। ক্ষত থেকে রক্ত বার হয়। এর ফলে সেখানে ইনফেকশন অর্থাৎ সংক্রমণও হতে পারে। তাই কুকুর কামড়ালে প্রথমেই কী করতে হবে, তা জেনে রাখা ভাল।
কুকুর কামড়ালে প্রথমেই কী করণীয়
- প্রথমেই রক্ত পড়া বন্ধ করতে হবে। এর জন্য একটি কাপড় ব্যবহার করতে পারেন। কাপড় বা তোয়ালে ওই ক্ষতস্থানে বেশ শক্ত করে বেঁধে দিন। সরাসরি এভাবে চাপ প্রয়োগ করলে রক্ত পড়া অনেকটাই বন্ধ হয়ে যায়।
- এবার হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। ক্ষতস্থানের চিকিৎসা করার আগেই এটি করতে হবে।
- এরপর ক্ষতস্থান ভাল করে সাফ করতে হবে। এর জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড সোপ জলে মিশিয়ে নিতে পারেন। তার মধ্যে তুলো বা কাপড় ভিজিয়ে সেটি দিয়ে ক্ষতস্থান ধীরে ধীরে সাফ করুন। ক্ষতস্থান সাফ হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ক্ষতস্থান ভাল করে ধুয়ে নিন। যাতে সেখানে আর কোনও সাবান বা ময়লা লেগে না থাকে।
- ঠিকভাবে ধোওয়া হয়ে গেলে একটি ভাল ব্যান্ডেজ বেঁধে নিতে হবে ওই ক্ষতস্থানের উপর। কাপড়ের সাধারণ ব্যান্ডেজ হলে সবচেয়ে ভাল। কারণ এর মধ্যে দিয়ে সহজেই হাওয়া চলাচল করে। যা ক্ষত শুকোতে সাহায্য করে।
কুকুর কামড়ালে আর যা যা অবশ্যই করতে হবে
কুকুরের কামড় খেলে কীভাবে ফার্স্ট এইড নিতে হবে, তা তো জানা গেল। কিন্তু এবার যেতে হবে চিকিৎসকের কাছে। চিকিৎসকের পরামর্শ মেনে টিকা নিতে হবে। টিকার প্রতিটি ডোজই নিয়ম মেনে নিতে হবে। প্রসঙ্গত, কুকুর কামড়ানোর পর যত তাড়াতাড়ি সম্ভব এই টিকা নিতে হবে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - World AIDS Vaccine Day: রোগের মোকাবিলায় কেন জরুরি টিকাকরণ ?