নয়াদিল্লি : দেশে করোনা (coronavirus) ও ওমিক্রনে (omicron) দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ শতাংশের ওপর বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৩৭৯ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ হাজার ৭৫০।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের।
- দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৩।
- দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ২৬১ জন।
- এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮২ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে।
- মঙ্গলবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯২।
আরও পড়ুন :
কোভিড পজিটিভ অরবিন্দ কেজরীওয়াল, কেমন আছেন
ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে গোয়ায় স্কুল-কলেজ আপাতত বন্ধ করে দিল ওই রাজ্যের সরকার। তেলঙ্গানায় ৮ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
- বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লক্ষ ৪৮ হাজার ৭৫৮ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ২৯ কোটি ২৩ লক্ষ ৯৪ হাজার ৮৫।
করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি নিজেই ট্যুইটারে এ কথা জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী জানান, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। তিনি আইসোলেশনে রয়েছেন। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদেরও করানো পরীক্ষার পরামর্শ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
রাজ্যে করোনা পরিস্থিতি
- সোমবারও রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা রইল ছ’হাজারের ঘরে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮ জন। পজিটিভিটি রেট ১৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২০ শতাংশ। এর মধ্যেও চার পুরসভার ভোট পিছোচ্ছে না। পূর্বনির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী, তা ২২ জানুয়ারিই হবে।