India Corona Vaccine : ভারত ছুঁয়ে ফেলল ১০০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়ার মাইলস্টোন ! শুভেচ্ছা জানাতে দিল্লির হাসপাতালে মোদি
বিরাট এই কর্মসূচির সাফল্যের কৃতিত্ব প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদির, মন্তব্য বিজেপির
প্রেক্ষাপট
আজই করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত। মোট ১০০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়ে গেল এদেশে আজই ! আর এই মাইলফলক ছুঁয়ে ফেলার সাথে সাথেই দিল্লির আমএমএল
হাসপাতালে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী মোদি। এরজন্য দারুণ সেলিব্রেশনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় সরকার।
পরিকল্পনার কথা সামনে না আনলেও, সূত্রের খবর ছিল, ভারত ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বিশেষ মাইলস্টোন ছুঁয়ে ফেলার সাথে সাথেই হবে মেগা সেলিব্রেশন !
কী পরিকল্পনা ?
জানা গেছে, বিভিন্ন সমুদ্র সৈকতে হবে গ্র্যান্ড সেলিব্রেশন। বড় জাহাজগুলিতেও হবে উদযাপন। আর এই লম্বা কর্মসূচিতে যাঁরা মূল যোদ্ধা, তাঁদের উপর করা হবে পুষ্পবৃষ্টি। এভাবেই অভিবাদন জানানো হবে স্বাস্থ্যকর্মীদের। । এয়ারক্রাফট সংস্থা স্পাইস জেট তাঁদের বিমানগুলি সাজিয়ে ফেলবে নরেন্দ্র মোদির ছবিতে। সঙ্গে থাকবে স্বাস্থ্যকর্মী ও ভ্যাকসিনেশনের ছবিও।
বিজেপির তরফে স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ জানান, এদিন বিজেপির সব বিধায়ক, সাংসদ ও কর্মীরা এই বিশেষ পরিষেবার সঙ্গে যুক্ত হবে। যে যাঁর নিজের এলাকার ভ্য়াকসিনেশন সেন্টার পরিদর্শনে যাবেন। সাধুবাদ জানাবেন স্বাস্থ্যকর্মীদের। সম্মান জানানো হবে তাঁদের পার্টির তরফে। ডাক্তার, নার্স থেকে সাহায্যকারী সাফাইকর্মীদেরও সম্মান জানানো হবে পার্টির তরফে। অরুণ সিংহ আরও জানান, আজকের এই বিশেষ দিনে যাঁরা ভ্যাকসিন নেবেন, তাঁদের বাড়ি থেকে গাড়ি করে নিয়ে আসা ও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বিজেপির তরফে। অরুণ সিংহ নিজে থাকবেন কোয়েম্বত্তুরে। বিরাট এই কর্মসূচির সাফল্যের কৃতিত্ব প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদির, মন্তব্য তাঁর।
ভারতের করোনা পরিস্থিতি
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯৭ জনের।
একদিনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬২৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৬৫১ জনের।
মোট আক্রান্ত ৩ কোটি ৪১ লক্ষ ৮ হাজার ৯৯৬ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৯৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ২৪৭ জন।
একদিনে ১৯ হাজার ৪৪৬ জন সুস্থ হয়েছেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -