নয়াদিল্লি :  দেশের ২৩টি রাজ্যে ছড়িয়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ।



  • গত ২৪ ঘণ্টায় দেশে ১৬১ জন আক্রান্ত হয়েছেন।

  • এই নিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত ১ হাজার ৪৩১ জন।

  • মহারাষ্ট্রে সবথেকে বেশি ৪৫৪ জন আক্রান্ত।

  • দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫১। 

    পাশাপাশি, মহারাষ্ট্রে ১০ জন মন্ত্রী ও ২০ জনেরও বেশি বিধায়ক করোনা আক্রান্ত। জানিয়েছেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।  



আরও পড়ুন :


 Co-WIN অ্যাপে শুরু ১৫ থেকে ১৮-র ভ্যাকসিন রেজিস্ট্রেশন


ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে প্রায় ৩৫ শতাংশ বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।   কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে  হাজার ২২ হাজার ৭৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৭৬৪।  



  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪০৬ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২২০। 

  • দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৬১ হাজার ৫৭৯ জন।   

  • দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮১ হাজার ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। 

    বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লক্ষ ৩৪ হাজার ৯৯০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৭৯ লক্ষ ১০ হাজার ৪১৭।