কলকাতা: করোনা (Covid19) পরিস্থিতিতে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া আরও জরুরি হয়ে পড়েছে। শরীরে যদি আগে থেকেই অন্য কোনও অসুখ বাসা বেঁধে থাকে, তাহলে তা করোনা সংক্রমণের জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যাঁদের মধ্যে মধুমেহ (Diabetes), ক্যানসার (Cancer), উচ্চ রক্তচাপ (High Blood Pressure) এবং আরো কিছু জটিল অসুখ রয়েছে, তাঁদের ক্ষেত্রে করোনাভাইরাস আরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। বর্তমানে এটি ফুসফুসের ক্যানসার সচেতনতা মাস চলছে। আর শীতকাল পড়তে না পড়তেই দেশের কিছু কিছু অঞ্চলে বায়ু দূষণের মাত্রা মারাত্মক হারে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, বায়ু দূষণ স্বাস্থ্যের অন্যান্য নানা সমস্যা বাড়ানোর পাশাপাশি ফুসফুসের ক্যানসারের কারণ হয়ে ওঠে মারাত্মক হারে। 


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরিবেশ দূষণের নানারকম ভাগ রয়েছে। শব্দ দূষণ, জল দূষণের মতোই স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বায়ু দূষণ। তাঁদের মতে, বায়ু দূষণের মধ্যে অ্যাসিড, নানা রকমের কেমিক্যাল, বিভিন্ন প্রকারের ধাতু, মাটি, ধুলো মিশে থাকে। এই সমস্ত উপাদান যখন একসঙ্গে দূষিত অবস্থায় আমাদের ফুসফুসে প্রবেশ করে, তখন তা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। এই সমস্ত উপাদান আমাদের ফুসফুসে রক্ত চলাচলে বিঘ্ন ঘটায়। এছাড়াও আরও নানা কারণে বায়ু দূষণ হয়ে থাকে। এবং প্রত্যেকটা কারণই ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর। যার ফলস্বরূপ দেখা দেয় ক্যানসারের মতো মারণ রোগ। 


আরও পড়ুন - Health Tips: শীতকালে এক চিমটে হলুদ স্বাস্থ্যের কত উপকার করতে পারে, জানা আছে?


স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বায়ু দূষণ যে শুধুমাত্র আমাদের শরীরে ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকি বাড়ায়, তাই নয়। বায়ু দূষণের কারণে ক্ষতিগ্রস্থ হয় আমাদের হৃদপিণ্ড। যার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকেরর মতো হৃদরোগের ঝুঁকি বাড়ে। শিশুদের ক্ষেত্রে হাঁপানির সমস্যা বৃদ্ধি করে বায়ু দূষণ। 


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।