কলকাতা: করোনা (Coronavirus) অতিমারির পর আতঙ্কের আবহ তৈরি করছে মাঙ্কি পক্স (Monkeypox)। ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন অংশ, ইউরোপ, পশ্চিম আফ্রিকার একাধিক জায়গায় বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন। এবার ভারতের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাঙ্কি পক্স গুটি বসন্তের মতোই একটি অসুখ। এটি একটি বিরল রোগ। এই অসুখ প্রথমবার দেখা যায় ১৯৫৮ সালে। তবে, মানুষের মধ্যে এই রোগের সংক্রমণ প্রথমবার দেখা যায় ১৯৭০ সালে। তাঁদের মতে, কাঠবিড়ালি, ইঁদুর-সহ তীক্ষ্ণ দাঁতের পশুর থেকেই বেশি ছড়ায় মাঙ্কি পক্স। পশুর কামড়, আঁচড় এমনকি তাদের সংস্পর্শে এলেও হতে পারে সংক্রমণ। কিন্তু এই রোগের লক্ষণগুলি কী কী? তা জেনে রাখা জরুরি।


মাঙ্কি পক্সের লক্ষণ- (Monkeypox Symptoms)


জ্বর, গায়ে ব্যথা, আকারে বড় বসন্তের মতো গায়ে গুটি গজিয়ে ওঠাকে আপাতত মাঙ্কি পক্সের উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফোস্কার মতো দেখতে যন্ত্রণাদায়ক গুটি হাতে, পায়ে এবং মুখে গজিয়ে উঠতে দেখলেও চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। মাঙ্কি পক্সের একটি রূপ এতটাই ভয়ঙ্কর যে, আক্রান্তদের ১০ শতাংশ তাতে মারাও যেতে পারেন। এছাড়াও, মাথার যন্ত্রণা, পেশিতে যন্ত্রণার সমস্যাও লক্ষণ হিসেবে দেখা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাঙ্কি পক্সের সমস্যা দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তবে, এই অসুখের উপসর্গ দেখা দেওয়ার দিন কয়েক পরই শরীরের নানা অংশে ছড়িয়ে পড়তে পারে।


আরও পড়ুন - Health Tips: হাঁটু-কনুইয়ে কালো দাগ? দূর করুন ঘরোয়া উপায়ে


প্রসঙ্গত, মারণ ভাইরাস মাঙ্কি পক্স যাতে দেশে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে ন্যাশনাল সেন্টার ফর ডিজিড কন্ট্রোল ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র মনসুখ মাণ্ডব্য। এর পাশাপাশি বিভিন্ন বিমানবন্দর ও বন্দর আধিকারিকদেরও বিষয়টি পর্যবেক্ষণে রাখতে বলেছে স্বাস্থ্যমন্ত্রক। সংবাদ সংস্থা পিটিআইকে এমনই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক।