কলকাতা: গত দুটো বছর ধরে চলছে করোনাভাইরাসের (Coronavirus) তাণ্ডব। কোভিডরূপে সংক্রমণের পর এসেছে তার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron)। করোনাভাইরাসের (Covid19) এই নতুন ভ্যারিয়েন্টে ইতিমধ্যেই বহু মানুষ সংক্রমিত হয়েছেন। প্রতিদিন সংক্রমণ বাড়ছে ওমিক্রনের। করোনার এই নয়া ভ্যারিয়েন্ট সম্পর্কে এখনও পর্যন্ত বহু মানুষেরই অনেক কিছুই অজানা। জ্বর, সর্দি, কাশি, স্বাদ গন্ধের অনুভূতি চলে যাওয়া এবং করোনার আরও সমস্ত উপসর্গগুলি ছাড়াও ওমিক্রনের নিজস্ব বেশ কিছু উপসর্গের কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই ভ্যারিয়েন্টে প্রায়শই নতুন বেশ কিছু উপসর্গ দেখা দিচ্ছে। যেগুলি জেনে রাখা খুবই জরুরি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রনের ক্ষেত্রে ত্বকে বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে। ত্বকের সেই সমস্ত উপসর্গগুলি দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা দরকার। তাঁরা আরও জানাচ্ছেন, ওমিক্রন পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে এমন বহু মানুষের মধ্যেই ত্বকের এই সমস্ত উপসর্গগুলি দেখা দিয়েছে।
১. গরমকালে কিংবা অত্যধিক গরম পড়লে অনেকের মধ্যেই আমবাতের সমস্যা দেখা দেয়। ত্বকে ছোট, বড় নানা আকারের আমবাত দেখা যায়। ওমিক্রন আক্রান্ত ব্যক্তিদের মধ্যেও ত্বকের এই সমস্যা দেখা দিচ্ছে।
আরও পড়ুন - Health Tips: করোনা থেকে সেরে ওঠার পরও যে উপসর্গগুলি মাস খানেক থাকে
২. গরমকালে কম বেশি বহু মানুষের মধ্যেই ঘামাচির সমস্যা দেখা দেয়। ত্বকের এই সমস্যা দেখা দিচ্ছে ওমিক্রন আক্রান্তদের মধ্যেও। তার সঙ্গে থাকছে ত্বকের চুলকানিও। এই সমস্যায় প্রচুর পরিমাণে জল পানের সঙ্গে খুব ভালো করে প্রতিদিন স্নান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
৩. চিলব্লেইন্সের সমস্যাও দেখা দিচ্ছে ওমিক্রন আক্রান্তদের মধ্যে। এই সমস্য়ায় ত্বকে ছোট ছোট লাল লাল দাগ হয়ে যাচ্ছে। আর সেই জায়গায় চুলকানি হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সমস্যা সাধারণ আঙুলে হয়ে থাকে। তবে, এক্ষেত্রে মুখে এবং পায়েও এই সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা দেখা দিলে ত্বকে চুলকানির সঙ্গে পুড়ে যাওয়ার অনুভূতিও হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ক্ষতিগ্রস্থ জায়গা লাল হয়ে ফুলে যেতে পারে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।