কলকাতা: দীর্ঘ দুটো বছর ধরে করোনা (Coronavirus) পরিস্থিতি চলছে। সারা বিশ্বের মানুষ করোনা নামের আতঙ্কের সঙ্গে লড়াই করে চলেছে। গত দুটো বছরে বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে। প্রতিদিন বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। আবার বহু মানুষ সেরেও উঠছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা থেকে সেরে ওঠার পরও অনেকের মধ্যেই নানা সমস্যা দেখা দিচ্ছে। করোনা আক্রান্ত হওয়ার সময় যে সমস্ত উপসর্গ দেখা দিচ্ছিল, তার বেশ কিছু উপসর্গ দেখা যাচ্ছে সেরে ওঠার পর বেশ কিছু মাস। 


বিভিন্ন সমীক্ষা থেকে গবেষকরা জানাচ্ছেন, করোনা থেকে সেরে ওঠার পর আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলির সেরে উঠতে সময় লাগে। বেশ কয়েকমাস লেগে যায় সম্পূর্ণভাবে সেরে উঠতে। করোনা পরীক্ষার রিপোর্ট হয়তো নেগেটিভ আসছে। কিন্তু শরীর সম্পূর্ণভাবে সেরে উঠছে না। এর জন্য কোন কোন উপসর্গ সেরে ওঠার পরও দেখা দিতে পারে, তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


আরও পড়ুন - Health Tips: নখের রঙ বদলে যাচ্ছে? কী অসুখে আক্রান্ত জানা আছে?


১. করোনা আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির মধ্যে ক্লান্তির উপসর্গ দেখা দেয়। সারাক্ষণ ক্লান্ত বোধ হয়। দুর্বল লাগে শরীর। কোনওরকম কাজ করতে ইচ্ছে হয় না। এনার্জি চলে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই উপসর্গ দেখা দিতে পারে করোনা থেকে সেরে ওঠার মাস খানেক পর্যন্ত। যদি কারও ক্ষেত্রে এমন সমস্যা দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার কথা জানাচ্ছেন তাঁরা।


২. করোনার অন্যতম উপসর্গ মস্তিষ্কের বেশ কিছু সমস্যা দেখা দেয় করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে। কোনও কিছু মনে রাখা কিংবা কোনও কিছু মনে করে বলা। এই ধরনের সমস্যা দেখা দেয় করোনা আক্রান্ত হলে। এর প্রভাব থেকে যায় সেরে ওঠার পরও।


৩. বহু মানুষের মধ্যেই শ্বাস নেওয়ার সমস্যা দেখা দেয় করোনা আক্রান্ত হওয়ার সময়। শ্বাস নেওয়ার সমস্যা, বুকে ব্যথা এবং চোখে ঝাপসা দেখা। এর ফলে সঠিকভাবে ঘুমও হয় না। এই সমস্যা থেকে যেতে পারে রিপোর্ট নেগেটিভ আসার পরও।


৪. করোনা আক্রান্ত হলে সারা গায়ে ব্যথার সমস্যা দেখা দেয় বলে জানান বিশেষজ্ঞরা। এই সমস্যা পরবর্তীকালে সেরে ওঠার পরও দেখা দিতে পারে। এমন সমস্যা ফের হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।