ঝিলম করঞ্জাই, কলকাতা : জ্বর জ্বর ভাব? কাশি হচ্ছে? গায়ে ব্যথা? করোনা-আবহে (Corona) এসব উপসর্গ দেখা দিলেই, সাধারণ ওষুধের (Medicine) সঙ্গে অনেকে খেয়ে নিচ্ছেন মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক (Antibiotics)। কিন্তু চিকিৎসকরা (Doctors) বলছেন, সাবধান। কোভিড আবহে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলার প্রবণতা দেখা যাচ্ছে। তাতে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। বিজ্ঞান জার্নাল ল্যানসেটে (Lancet) প্রকাশিত এক গবেষণামূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক খেলে, তা কার্যকারিতা হারিয়ে ফেলতে পারে (Antibody Resistance in Body)। চিকিৎসকরা জানাচ্ছেন, অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় ব্যাকটিরিয়ার সংক্রমণ প্রতিরোধে। উল্টোদিকে করোনা একটি ভাইরাস ঘটিত রোগ। তাই করোনা যখন হু হু করে বাড়ছে, তখন ন্যূনতম উপসর্গ দেখা দিলে, চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথাই বারবার মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা।


২০ জানুয়ারি, বিজ্ঞান জার্নাল, ল্যানসেটে প্রকাশিত এক গবেষণামূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোভিড আবহে (Corona Pandemic) বিপুল পরিমাণ অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়েছে। যার প্রভাবে কোভিড পরবর্তী সময়ে, আরও একটি অতিমারির পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গবেষকদের আশঙ্কা, কোভিড পরবর্তী সময়ে, কোনও অতিমারি হলে, তখন সর্বশক্তিশালী হয়ে উঠবে ব্যাকটেরিয়া। আর তখন কোনও অ্যান্টিবায়োটিকই কাজ না করলে, যে পরিমাণ প্রাণহানি ঘটবে, তা অত্যন্ত উদ্বেগজনক। সবমিলিয়ে করোনা আবহে বাড়তি অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ে বেশ উদ্বিগ্ন চিকিৎসকরা।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক বলেছেন, 'অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা হচ্ছে না, পরিস্থিতি ভয়াবহ হতে পারে, সতর্ক হতে হবে।' শল্য চিকিৎসক প্রদীপ নিমানি বলেছেন, 'অ্যান্টিবায়োটিক ব্যাপকভাবে সবাই ব্যবহার করেন, এবং চিকিৎসক কোভিড আবহে ব্যবহার হয়েছে প্রচুর, সাধারণ মানুষ যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক নিয়েছেন, অ্যান্টিবায়োটিক নিষ্ক্রিয় হয়ে যাবে, আমাদের হাতে নতুন কোনও অ্যান্টিবায়োটিক এখন নেই, মানুষকে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে।'


আরও পড়ুন- জ্বর হলেই অ্যান্টিবায়োটিক নয় ! শীতে কচিকাঁচাকে সুস্থ রাখতে মানতেই হবে এই নিয়মগুলি