Bread: ব্রেকফাস্টে (Breakfast) অনেক বাড়িতেই পাউরুটি (Bread) খাওয়ার চল রয়েছে। অনেকে তাড়াহুড়োয় হয়তো না সেঁকেই পাউরুটি খেয়ে নেন। একদিন খেলে হয়তো সেভাবে কিছু সমস্যা হবে না। তবে দিনের পর দিন পাউরুটি না সেঁকে খেলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই এই অভ্যাস থাকলে তা অবিলম্বে ত্যাগ করুন।
এবার দেখে নেওয়া যাক না সেঁকে অর্থাৎ কাঁচা পাউরুটি খেলে আপনার শরীরে কী কী সমস্যা হতে পারে
পেটের মাআত্মক সমস্যা হতে পারে কাঁচা পাউরুটি খেলে, অর্থাৎ পাউরুটি না সেঁকে খেলে
কাঁচা পাউরুটি খেলে সবার আগে দেখা দেবে পেটের সমস্যা। নিয়মিত কাঁচা পাউরুটি খেলে পেটে ব্যথা হবে। কাঁচা পাউরুটি খেলে পেটের সমস্যা এতটাই বাড়তে পারে যে ডায়েরিয়াও হতে পারে। পাউরুটি না সেঁকে খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। দিনের পর দিন ব্রেকফাস্টে পাউরুটি না সেঁকে খেলে বদহজমের সমস্যা দেখা দিতে পারে।
বাড়তে পারে ডায়াবেটিসের মাত্রা
পাউরুটি না সেঁকে খেলে ডায়াবেটিসের পরিমাণ বাড়তে পারে। আর সেঁকে নিলে গ্লাইসেমিক ইনডেক্স কমে যায়। ফলে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস। অতএব যাঁদের সুগার হাই, তাঁরা ভুলেও যেন কাঁচা পাউরুটি খেতে যাবেন না। সবসময় ভালভাবে সেঁকে নিয়ে তারপর পাউরুটি খান। নাহলে আচমকা বাড়তে পারে সুগারের মাত্রা।
কাঁচা পাউরুটির বদলে সেঁকা পাউরুটি খেলে ওজন কমবে
পাউরুটি না সেঁকে খেলে ফ্যাটের পরিমাণ বাড়তে পারে। পাউরুটি সেঁকে নিলে কমে ফ্যাটের পরিমাণ। ওজন নিয়ন্ত্রণে থাকে। অতএব যাঁরা ডায়েট করছেন মেদ ঝরানোর জন্য তাঁরা এই টিপস খেয়াল রাখুন। সবসময় পাউরুটি সেঁকে খেতে হবে।
পাউরুটি খাওয়ার ক্ষেত্রে কী কী সতর্কতা নেবেন সবসময়
- যাঁদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাঁরা কোনওভাবেই কাঁচা পাউরুটি অর্থাৎ না সেঁকে পাউরুটি খাবেন না। সমস্যা বাড়বে।
- পাউরুটি খাওয়ার পরই জল খাবেন না। অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে।
- আপনার যদি পেটের সমস্যা থাকে তাহলেও কাঁচা পাউরুটি খাওয়া এড়িয়ে চলা স্বাস্থ্যের পক্ষে ভাল। না সেঁকে পাউরুটি খাবেন না।
- পাউরুটি সেঁকার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। কারণ পুড়ে যাওয়া কালো অংশে থাকে কার্বন, যা খাওয়া স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভাল নয়।
আরও পড়ুন- ঘি-ভাত ভীষণ পছন্দের খাবার, ভুলেও ঘি- এর সঙ্গে কোন কোন জিনিস খাবেন না জানেন?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।