কলকাতা : বহুদিন ধরে ধূমপান (Smoking) করছেন, কিছুতেই ছাড়তে পারছেন না? জানেন যে, সিগারেটের প্রভাব ক্যানসার (Smokin Causes Cancer) অবধি যেতে পারে, কিন্তু তারপরেও কিছুতেই নিজে থেকে সিগারেট ছাড়তে পারছেন না। তবে এও জেনে রাখা দরকার, ধূমপানের ফলে শুধু যে ফুসফুসের ক্ষতি হয় তা নয়, তার সঙ্গে সঙ্গে সিগারেটের ধোঁয়া আপনার মস্তিষ্ককেও ক্ষতিগ্রস্ত করতে পারে। ব্রেন ড্যামেজ করতে পারে সিগারেট (no to cigarette)। আর তার ফলে ক্রমেই নাকি কমে যেতে পারে মস্তিষ্কের আকার। এমনটাই উঠে এসেছে এক নতুন সমীক্ষায়। তবে এখনই যদি ধূমপান ছাড়েন, তাতে আপনার মস্তিষ্ক ভালো থাকবে ঠিকই, কিন্তু এতদিনে যদি কিছু ক্ষতি হয়ে গিয়ে থাকে তা আর কোনওভাবেই পূরণ হবে না। গ্লোবাল ওপেন সায়েন্স : জার্নাল বায়োলজিক্যাল সাইকিয়াট্রি-তে সম্প্রতি এমনই এক গবেষণাপত্র প্রকাশ পেয়েছে। কী বলছে এই গবেষণা?


গবেষণায় উঠে এসেছে, যারা নিয়মিত ধূমপান করেন তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালঝাইমার্স হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায় এবং স্মৃতিভ্রংশের সম্ভাবনাও থাকে বলে জানা গিয়েছে। মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা স্বাভাবিকভাবেই বয়সের সঙ্গে সঙ্গে কমে যায় আর ধূমপানের ফলে মস্তিষ্কে নেমে আসে অকাল বার্ধক্য। ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীরা এমনটাই জানিয়েছেন সম্প্রতি।


এ বিষয়ে বিস্তারিত পরীক্ষার জন্য বিজ্ঞানীরা ৩২,০৯৪ জন মানুষের ধূমপানের ইতিহাস, জেনেটিক তথ্য, মস্তিষ্কের আয়তনের তথ্য সংগ্রহ করেছেন। সেই পরীক্ষাতেই বিজ্ঞানীরা ধূমপানের সঙ্গে মস্তিষ্কের আয়তনের একটি নীরব সূত্র খুঁজে পেয়েছেন। যদিও এখানে মস্তিষ্কের আয়তনের বিষয়টি ধূমপানের মাত্রার উপর নির্ভর করে। যত বেশি সিগারেট খান একজন ব্যক্তি তত তার মস্তিষ্ক দ্রুত ছোট হতে থাকে বলেই জানা গিয়েছে এই গবেষণায়।


বিজ্ঞানীরা আরও জানিয়েছেন যে ধূমপানের ফলে মস্তিষ্কের সংকোচন ঘটলে তা আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। পরীক্ষা করে দেখা গিয়েছে যারা কয়েক বছর আগেও ধূমপান করতেন তাদের মস্তিষ্ক, যারা কখনও ধূমপান করেননি তাদের তুলনায় অনেকাংশে ছোট। ফলে ধূমপানের ফলে যে পরিমাণ ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে, তা আর স্বাভাবিক অবস্থায় আসবে না কোনওভাবেই, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ডিমেনশিয়া বা অ্যালঝাইমার্সে আক্রান্ত না হতে চাইলে এখনই পুরোপুরিভাবে ধূমপান বন্ধ করার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।