নয়া দিল্লি : ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। HIV আক্রান্তদের পাশে থাকার বার্তা দিতে এই দিনটি উদযাপন করা হয়। পাশাপাশি যাঁরা এইডসে মারা গেছেন, তাঁদের উদ্দেশে শোকজ্ঞাপন করা হয়। World AIDS Day 2021-এর বিষয়বস্তু- ‘End inequalities. End AIDS’, অর্থাৎ- অসাম্য শেষ করুন, এইডস শেষ করুন।


১৯৮৮ সালে প্রথম বিশ্ব এইডস দিবস পালিত হয়। Acquired immunodeficiency syndrome (AIDS) এক ধরনের দীর্ঘস্থায়ী রোগ। যা Human Immunodeficiency Virus--এর প্রভাবে হয়।


আরও পড়ুন ; শীতে হাঁচি-কাশি, অ্যালার্জি না ঠাণ্ডা লাগা বুঝবেন কীভাবে?


একাধিক কারণে এইডসের সংক্রমণ হতে পারে। দেখে নেওয়া যাক কী কী কারণে...



  • এটি শরীরের ফ্লুইড- যেমন রক্ত, বীর্য, প্রি-সেমিনাল ফ্লুইড, যোনি এবং মলদ্বার ফ্লুইড এবং সংক্রমিত মহিলার বুকের দুধের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।

  • সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন মিলনেও অন্যের মধ্যে এই মারণ রোগ ছড়িয়ে পড়তে পারে।

  • সংক্রমিত ব্যক্তির সঙ্গে ইঞ্জেকশনের সুচ, রেজার ব্লেড, ছুরি শেয়ার করলেও এই রোগ সংক্রমিত হতে পারে অন্যের মধ্যে। 


এই রোগে আক্রান্তের কী কী উপসর্গ দেখা যায় ?



  • জ্বর

  • গলায় ব্যথা

  • চামড়ায় লাল লাল ফুসকুড়ি বেরনো

  • বমি বমি ভাব

  • শরীরে যন্ত্রণা 

  • মাথায় যন্ত্রণা

  • অন্যান্য আরও কিছুর সঙ্গে পেটে সংক্রমণ


এইডসের চিকিৎসা :


এই রোগ পুরোপুরি সারে না। তবে, এই রোগে সংক্রমিত হওয়ার থেকে বাঁচতে দৈনন্দিন জীবনে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। এই রোগের চিকিৎসা- antiretroviral therapy (ART) এবং HIV-র ওষুধ। তাতে সংক্রমণের ঝুঁকি কমে। 


এই রোগের সংক্রমিত হওয়া থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন- যৌন মিলনের সময় সুরক্ষা নেওয়া, অন্যের ব্যবহার করা সুচ বা ব্লেড ব্যবহার করবেন না। এর পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।