কলকাতা : তৈলাক্ত ত্বক মানেই সেখানে অবাঞ্ছিত ব্রণর (Pimple) সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের মরা কোষের সঙ্গে তেল মিশলেই ব্রণ, অ্যাকনের সমস্যা দেখা দিতে পারে। তাই তৈলাক্ত ত্বককে ব্রণমুক্ত করার জন্য আমাদেরও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। শুধু বাজার চলতি প্রসাধনী ব্যবহার করে নয়, সহজ ঘরোয়া পদ্ধতিতেও ব্রণর সমস্যা দূর করা সম্ভব।


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের হাত থেকে ত্বককে রক্ষা করার জন্য দারুণ উপকারী অ্যাপেল সিডার ভিনিগার। তিনভাগ জলে একভাগ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। এবার ত্বক ক্লেনজার দিয়ে আগে ভালো করে পরিস্কার করে নিন। তারপর তুলোয় করে অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করুন। ৩০ সেকেন্ড রাখার পরই জল দিয়ে ধুয়ে ফেলুন।


২. রান্নার কাজে ব্যবহার করা হয় এমন অনেক উপকরণই আমাদের ত্বক পরিচর্যার কাজে লাগে। যেমন দারুচিনি এবং মধু। দু চামচ মধুর সঙ্গে ১ চামক দারুচিনির গুঁড়ো মিশিয়ে তার একটা পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট মুখে ভালো করে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।


৩. গ্রিন টি খেতেও যেমন ভালো তেমনই ত্বকের জন্যও উপকারী। একটা পাত্রে অল্প জল দিয়ে তাতে এক চামচ গ্রিন টি দিয়ে ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নিন। চা ঠান্ডা হয়ে গেলে তুলোয় করে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।


৪. ত্বকের জন্য দুর্দান্ত উপকারী অ্যালোভেরা। ব্রণ দূর করা থেকে ময়শ্চারাইজার, সমস্ত ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। 


৫. ব্রণর সমস্যা দূর করতে ত্বক পরিস্কার রাখা খুবই জরুরি। এর জন্য একটা পাত্রে নারকেল তেল এবং চিনি নিয়ে নিন। এবার সেই মিশ্রণ ত্বকে হালকা হাতে লাগিয়ে ম্যাসেজ করতে থাকুন। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিন।


 


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।