কলকাতা: আলমারি বা ওয়ারড্রোব খুললেই একগাদা জামা গায়ের উপর এসে পড়ে। কারও কারও আলমারির দশা এরকম। আবার কারও আলমারিতে জামাকাপড় গাদাগাদি করে রাখা। দরকারের সময় হাতের কাছে পাওয়ার জো নেই। খুঁজতে খুঁজতেই চলে যায় অনেকটা সময়। অনেকে দরকারি জিনিস খুঁজে না পেয়ে অন্য কিছু দিয়ে কাজ চালান। বা নতুন কিনে আনেন। কিছু দিন পর দেখা যায়, জিনিসটা আলমারিতেই স্তুপের নিচের দিকে ছিল। 


এই সব সমস্যার থেকে রেহাই দিতে পারে একটি ছোট্ট কাজ। তা হল আলমরি গোছানো। কিন্তু গোছাতে গেলেই থই পান না অনেকে। সেক্ষেত্রে রইল কয়েকটি জরুরি টিপস (Almirah or Wardrobe Organizing Best Tips)। এগুলি খেয়াল রাখলে আলমারি খুব সহজেই গুছিয়ে (Almirah or Wardrobe Organizing) ফেলা যাবে।



  • প্রথমেই সব বার করে ফেলুন - প্রথমেই ওয়ারড্রোব খুলে জামাকাপড় সব বাইরে বার করে ফেলুন। কারণ এগুলির সব কটিকে কিছু ভাগে সাজিয়ে ফেলতে হবে। সেই মতো সাজিয়ে নিলে গোছানোর কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।

  • রোজকার জামাকাপড় - অনেকে এখন আলনা ব্যবহার করেন। সেখানেই রোজকার জামাকাপড় রাখেন। কিন্তু যাদের আলমারি ভরসা, তাদের কথা আলাদা। প্রথমে জামাকাপড়ের স্তুপ থেকে রোজকার ব্যবহারের জামাকাপড় আলাদা করে ফেলুন। এগুলি একটি নির্দিষ্ট তাকে হাতের নাগালে রাখুন। 

  • অফিস বা গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার জামাকাপড় - অফিসের পোশাক রোজকার জামাকাপড়ের মধ্যেই পড়ে। কিন্তু এটি আলাদা স্থানে রাখলে ভাল। ইস্ত্রি করলে সহজে নষ্ট হওয়ার ভয় নেই। এছাড়াও, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য অনেকে জামাকাপড় আলাদা কেনেন। একটু বেশি দামি সেই সব পোশাক একসঙ্গে রাখতে পারেন। তবে এগুলি থাকবে ভিতরের দিকে। কারণ সবসময় লাগে না।

  • মরসুমি পোশাক - শীতের পোশাক এখন তুলে রাখার সময় হয়েছে। এই ধরনের মরসুমি পোশাক কিছুটা ভিতরের দিকে ঢুকিয়ে দিন। এতে দরকারের পোশাক হাতের কাছে রাখতে পারবেন।

  • কোন পোশাক বাতিল করবেন - কোন পোশাক গায়ে আঁটছে না দেখে নিন। সেগুলি বাতিল করে দিতে হবে। অথবা কোথাও দান করে দিতে হবে। পুরনো পোশাক হলেও অনেক সময় গায়ে আঁটে। সেক্ষেত্রে ভেবে সিদ্ধান্ত নিতে হবে। 

  • আলমারি বা ওয়ারড্রোব পরিষ্কার - জামাকাপড় বের করেছেন যখন, এবার আলমারি বা ওয়ারড্রোব সাফ করে নিন। ক্লিনার ব্যবহার করতে পারেন। এর পর এতে ন্যাপথলিনও রাখতে হবে।


আরও পড়ুন - Back Pain Remedies: বসে বসে কাজ করে কোমর-পিঠ ব্যথা ? ৪ ব্যায়ামেই মুশকিল আসান